খন্দকার এম তালহাকে ফ্রান্সের রাষ্ট্রদূত নিয়োগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮: ০৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং প্রশান্ত অনুবিভাগের মহাপরিচালক খন্দকার এম তালহাকে ফ্রান্সের পরিবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৫ তম ব্যাচের কর্মকর্তা খন্দকার এম তালহা। নিউ ইয়র্কে ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে তিনি দায়িত্বপালন করেছেন।

এ সময়ে জাতিসংঘসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থায় তিনি নির্বাচিত হয়ে কাজও করেছেন। এ ছাড়া তেহরানে ও লন্ডনেও দায়িত্ব পালন করেছেন খন্দকার এম তালহা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচার প্রধানসহ (চিফ অব প্রটোকল) দক্ষিণ এশিয়া এবং অর্থনৈতিক অনুবিভাগে বিভিন্ন পদেও কাজ করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং আইবিএ থেকে এমবিএ এর পাশাপাশি অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে স্নাতকোত্তরে করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত