নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসন্তের আবিরে রঙিন হয়ে উঠেছে সকাল। ডালে ডালে নতুন ফুলের আনাগোনা বাড়ছে, একই সঙ্গে চারপাশ মুখর হয়ে উঠছে নানান পাখির ডাকে। প্রকৃতি জানান দিচ্ছে, আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। এই শুভ আগমনকে আরও রঙিন করে তুলতে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় বসন্তবরণ উৎসব।
সকালেই মায়ের হাত ধরে বাসন্তী শাড়ি পরে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে ছোটাছুটি করছে সীমন্তিনী। তার ছোট চুলের এলোমেলো খোঁপা আর এলোমেলো হওয়া শাড়ি সামলে মঞ্চের ভেসে আসা গানে আপন মনে হাত পা নেড়ে নেচে চলেছে সে। ছয় বছরের সীমন্তিনীই নয়, সেখানে উপস্থিত ষাটোর্ধ্ব মানুষগুলোর চোখে-মুখে ও বসনেও প্রতিফলিত হচ্ছে বসন্তের রং।
২৭ বছরের ঐতিহ্যকে ধরে রেখে প্রতিবছরের মতো এবারও এসো মিলি প্রাণের উৎসবে স্লোগান নিয়ে পয়লা ফাল্গুন ও বসন্ত উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষৎ। এবার বসন্তকে বরণ করে নিতে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আবারও ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে বসন্ত উৎসবের মঞ্চ। সমবেত বাদ্যযন্ত্রের মাধ্যমে বাসন্তিরাগ পরিবেশনের মধ্য দিয়ে গান, নৃত্য, আবৃতিতে ধ্বনিত হচ্ছে বসন্তের আগমনী বার্তা। আবির বিনিময়ের মধ্য দিয়ে বসন্তের রং ছড়িয়ে পড়ছে জনমানুষের শরীর থেকে মনে।
জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ-এর সভাপতি সফিউদ্দিন আহমেদ বলেন, করোনা হলেও বসন্ত তার নিয়মে চলে এসেছে। সকলে এই বসন্ত পালন করে সেই করোনার যাতনা দূর করতে চাই। বসন্ত কারও জন্য থেমে থাকে না।
জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ-এর সহসভাপতি কাজল দেবনাথ বলেন, বসন্ত আসবেই, কোকিল ডাকবেই। প্রতিবছরের আয়োজনে কিছুটা ভাটা পড়লেও আবারও বসন্তবরণ তার ঐতিহ্যে ফিরে যাবে। প্রকৃতির সঙ্গে বাঙালির যে সম্পর্ক, তা আজীবন অটুট থাকবে। পৃথিবীর অন্য কোনো দেশ ষড়্ঋতুর দেশ নয়। এটা আমাদের আবহমান বাংলার একটি বৈশিষ্ট্য, ঐতিহ্য। এই বিষয়টিকে নাগরিক জীবনে তুলে আনতেই আমাদের এমন আয়োজন।
বর্তমানে তরুণ-তরুণীরা বসন্তের পাশাপাশি ভালোবাসা দিবস উদ্যাপনে আগ্রহী। এই বিষয়টি আমাদের সংস্কৃতির না হলেও এ ব্যাপারটিকে ভালো চোখেই দেখছেন কাজল দেবনাথ। তিনি বলেন, বসন্ত মানেই ভালোবাসা, বসন্ত মানেই প্রেম। বর্তমান তরুণ প্রজন্মের ভেতরে অনেক পরিবর্তনই থাকবে। তবে আমি তাদের নিয়ে আশাবাদী।
বসন্তের আবিরে রঙিন হয়ে উঠেছে সকাল। ডালে ডালে নতুন ফুলের আনাগোনা বাড়ছে, একই সঙ্গে চারপাশ মুখর হয়ে উঠছে নানান পাখির ডাকে। প্রকৃতি জানান দিচ্ছে, আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। এই শুভ আগমনকে আরও রঙিন করে তুলতে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় বসন্তবরণ উৎসব।
সকালেই মায়ের হাত ধরে বাসন্তী শাড়ি পরে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে ছোটাছুটি করছে সীমন্তিনী। তার ছোট চুলের এলোমেলো খোঁপা আর এলোমেলো হওয়া শাড়ি সামলে মঞ্চের ভেসে আসা গানে আপন মনে হাত পা নেড়ে নেচে চলেছে সে। ছয় বছরের সীমন্তিনীই নয়, সেখানে উপস্থিত ষাটোর্ধ্ব মানুষগুলোর চোখে-মুখে ও বসনেও প্রতিফলিত হচ্ছে বসন্তের রং।
২৭ বছরের ঐতিহ্যকে ধরে রেখে প্রতিবছরের মতো এবারও এসো মিলি প্রাণের উৎসবে স্লোগান নিয়ে পয়লা ফাল্গুন ও বসন্ত উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষৎ। এবার বসন্তকে বরণ করে নিতে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আবারও ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে বসন্ত উৎসবের মঞ্চ। সমবেত বাদ্যযন্ত্রের মাধ্যমে বাসন্তিরাগ পরিবেশনের মধ্য দিয়ে গান, নৃত্য, আবৃতিতে ধ্বনিত হচ্ছে বসন্তের আগমনী বার্তা। আবির বিনিময়ের মধ্য দিয়ে বসন্তের রং ছড়িয়ে পড়ছে জনমানুষের শরীর থেকে মনে।
জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ-এর সভাপতি সফিউদ্দিন আহমেদ বলেন, করোনা হলেও বসন্ত তার নিয়মে চলে এসেছে। সকলে এই বসন্ত পালন করে সেই করোনার যাতনা দূর করতে চাই। বসন্ত কারও জন্য থেমে থাকে না।
জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ-এর সহসভাপতি কাজল দেবনাথ বলেন, বসন্ত আসবেই, কোকিল ডাকবেই। প্রতিবছরের আয়োজনে কিছুটা ভাটা পড়লেও আবারও বসন্তবরণ তার ঐতিহ্যে ফিরে যাবে। প্রকৃতির সঙ্গে বাঙালির যে সম্পর্ক, তা আজীবন অটুট থাকবে। পৃথিবীর অন্য কোনো দেশ ষড়্ঋতুর দেশ নয়। এটা আমাদের আবহমান বাংলার একটি বৈশিষ্ট্য, ঐতিহ্য। এই বিষয়টিকে নাগরিক জীবনে তুলে আনতেই আমাদের এমন আয়োজন।
বর্তমানে তরুণ-তরুণীরা বসন্তের পাশাপাশি ভালোবাসা দিবস উদ্যাপনে আগ্রহী। এই বিষয়টি আমাদের সংস্কৃতির না হলেও এ ব্যাপারটিকে ভালো চোখেই দেখছেন কাজল দেবনাথ। তিনি বলেন, বসন্ত মানেই ভালোবাসা, বসন্ত মানেই প্রেম। বর্তমান তরুণ প্রজন্মের ভেতরে অনেক পরিবর্তনই থাকবে। তবে আমি তাদের নিয়ে আশাবাদী।
অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘দেশের চলমান অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ও সংকটের মূলে আছে স্বেচ্ছাচারী রাজনীতি ও অনাচারী অর্থনীতি। বিগত সরকারের সময়ে অনাচারী অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার
৬ মিনিট আগেসারা দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নামে থাকা ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তির নাম বাদ দিয়ে মেডিকেল কলেজগুলোর নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলোর নামে
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে ছয় সদস্যের সার্চ কমিটি করেছে সরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে আজ বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৩ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারে অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের জন্য চাপ বাড়ছে। বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে।
৩ ঘণ্টা আগে