নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকেলে জি কে গউছকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত বুধবার তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ আবার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। অন্যদিকে জিকে গউছের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে রিমান্ড আবেদনও নামঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৯ আগস্ট গউছকে সুপ্রিম কোর্টের বাইরে থেকে আটক করে ডিবি পুলিশ। হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় তিনি আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছিলেন।
তবে ডিবির দাবি তাকে ২৯ আগস্ট মধ্যরাতে আটক করা হয়। এরপর ডিবি কোতোয়ালি জোন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরিতে উল্লেখ করা হয়, জি কে গউছ ২০১৫ সালে তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জি কে গউছ।
জানা গেছে, ২০১৫ সালে জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে ছিলেন। ওই সময় আরও দুটি হত্যা মামলার আসামি ইলিয়াস মিয়া কারাগারে ছিলেন। ইলিয়াস মিয়া কারাগারের মধ্যেই জি কে গউছের ওপর হামলা করেন। ওই হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটিকে ইলিয়াস জানান, কারাগারে বসে সাবেক অর্থমন্ত্রী মুহিত ও সংসদ সদস্য জাহির কে হত্যার পরিকল্পনা করেছিলেন গউছ। এ জন্য মোটা অংকের টাকার চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী ইলিয়াসকে জামিনে মুক্ত করবেন গউছ। কিন্তু ইলিয়াসকে জামিন করাতে না পারায় তিনি গউছের ওপর কারাগারে হামলা করেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকেলে জি কে গউছকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত বুধবার তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ আবার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। অন্যদিকে জিকে গউছের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে রিমান্ড আবেদনও নামঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৯ আগস্ট গউছকে সুপ্রিম কোর্টের বাইরে থেকে আটক করে ডিবি পুলিশ। হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় তিনি আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছিলেন।
তবে ডিবির দাবি তাকে ২৯ আগস্ট মধ্যরাতে আটক করা হয়। এরপর ডিবি কোতোয়ালি জোন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরিতে উল্লেখ করা হয়, জি কে গউছ ২০১৫ সালে তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জি কে গউছ।
জানা গেছে, ২০১৫ সালে জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে ছিলেন। ওই সময় আরও দুটি হত্যা মামলার আসামি ইলিয়াস মিয়া কারাগারে ছিলেন। ইলিয়াস মিয়া কারাগারের মধ্যেই জি কে গউছের ওপর হামলা করেন। ওই হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটিকে ইলিয়াস জানান, কারাগারে বসে সাবেক অর্থমন্ত্রী মুহিত ও সংসদ সদস্য জাহির কে হত্যার পরিকল্পনা করেছিলেন গউছ। এ জন্য মোটা অংকের টাকার চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী ইলিয়াসকে জামিনে মুক্ত করবেন গউছ। কিন্তু ইলিয়াসকে জামিন করাতে না পারায় তিনি গউছের ওপর কারাগারে হামলা করেন।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১০ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১২ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১২ ঘণ্টা আগে