নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত কয়েক দিন ধরে রাজধানীতে ব্যাপক যানজটের চিত্র দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। যানজটে ঢাকা নিশ্চল নগরীতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি দলীয় সাংসদ সদস্য হারুনুর রশিদ।
আজ বুধবার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২২ উত্থাপন করলে বিলের সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন হারুনুর রশিদ।
হারুনুর রশীদ বলেন, ‘ঢাকা আজকে নিশ্চল নগরীতে পরিণত হয়েছে। টানা ১৫ বছর (১৩ বছর হবে) আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায়, কিন্তু ঢাকা শহরের একটা ভয়াবহ দুরবস্থা। শব্দদূষণ বলেন, বায়ুদূষণ বলেন, পানিদূষণ বলেন, মশার উপদ্রব বলেন, এটা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাংঘাতিক বিপর্যয় বলেন এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকা শুধু নয়, গোটা বাংলাদেশ একটি অবাসযোগ্য দেশে পরিণত হতে যাচ্ছে।’
হারুন বলেন, ‘সরকার শুধু মেগা প্রকল্পের দিকে দৃষ্টিপাত করছে। প্রধানমন্ত্রী বলেছেন, যারা দেখতে পায় না, চোখে চশমা দিতে। আমরা চোখে চশমা দিচ্ছি। আজকে বাড়ি থেকে সচিবালয়ে যেতে তিন ঘণ্টা লেগে যাচ্ছে। রোজাদাররা অফিস থেকে বাসায় এসে ইফতার করতে পারছেন না। মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে মশার উপদ্রবে নামাজে বিঘ্ন ঘটছে। এগুলো বাস্তব চিত্র। এই জায়গাগুলোতে কী পদক্ষেপ গ্রহণ করবেন?’
হারুনুর রশীদ বলেন, ‘আমরা কিছু বললে আপনারা বলেন বিএনপির আমলে কী হয়েছে? আরে বিএনপি তো ছিল ২০ বছর আগে ক্ষমতায়। আপনারা টানা ১৫ বছর ক্ষমতায়। আপনাদের পরিকল্পনা কী? আজকে ঢাকা নগরী যে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। বর্জ্য ব্যবস্থাপনা, শব্দদূষণ, বায়ুদূষণে আপনারা বিএনপির চেয়ে উন্নতি করছেন, নাকি বিএনপির চেয়েও অবনতি ঘটেছে? এই জায়গাগুলো বলেন। যদি সুসংবাদ দিতে পারেন।’
মেট্রোরেল বাস্তবায়নে ঢাকা মহানগরীর যানজট দূর করা যাবে না বলে দাবি করেন হারুন। বলেন, ‘গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন আনতে হবে। এই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়ার জন্য স্থানীয় সরকারমন্ত্রীর প্রতি আহ্বান জানাব।’
গত কয়েক দিন ধরে রাজধানীতে ব্যাপক যানজটের চিত্র দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। যানজটে ঢাকা নিশ্চল নগরীতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি দলীয় সাংসদ সদস্য হারুনুর রশিদ।
আজ বুধবার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২২ উত্থাপন করলে বিলের সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন হারুনুর রশিদ।
হারুনুর রশীদ বলেন, ‘ঢাকা আজকে নিশ্চল নগরীতে পরিণত হয়েছে। টানা ১৫ বছর (১৩ বছর হবে) আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায়, কিন্তু ঢাকা শহরের একটা ভয়াবহ দুরবস্থা। শব্দদূষণ বলেন, বায়ুদূষণ বলেন, পানিদূষণ বলেন, মশার উপদ্রব বলেন, এটা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাংঘাতিক বিপর্যয় বলেন এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকা শুধু নয়, গোটা বাংলাদেশ একটি অবাসযোগ্য দেশে পরিণত হতে যাচ্ছে।’
হারুন বলেন, ‘সরকার শুধু মেগা প্রকল্পের দিকে দৃষ্টিপাত করছে। প্রধানমন্ত্রী বলেছেন, যারা দেখতে পায় না, চোখে চশমা দিতে। আমরা চোখে চশমা দিচ্ছি। আজকে বাড়ি থেকে সচিবালয়ে যেতে তিন ঘণ্টা লেগে যাচ্ছে। রোজাদাররা অফিস থেকে বাসায় এসে ইফতার করতে পারছেন না। মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে মশার উপদ্রবে নামাজে বিঘ্ন ঘটছে। এগুলো বাস্তব চিত্র। এই জায়গাগুলোতে কী পদক্ষেপ গ্রহণ করবেন?’
হারুনুর রশীদ বলেন, ‘আমরা কিছু বললে আপনারা বলেন বিএনপির আমলে কী হয়েছে? আরে বিএনপি তো ছিল ২০ বছর আগে ক্ষমতায়। আপনারা টানা ১৫ বছর ক্ষমতায়। আপনাদের পরিকল্পনা কী? আজকে ঢাকা নগরী যে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। বর্জ্য ব্যবস্থাপনা, শব্দদূষণ, বায়ুদূষণে আপনারা বিএনপির চেয়ে উন্নতি করছেন, নাকি বিএনপির চেয়েও অবনতি ঘটেছে? এই জায়গাগুলো বলেন। যদি সুসংবাদ দিতে পারেন।’
মেট্রোরেল বাস্তবায়নে ঢাকা মহানগরীর যানজট দূর করা যাবে না বলে দাবি করেন হারুন। বলেন, ‘গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন আনতে হবে। এই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়ার জন্য স্থানীয় সরকারমন্ত্রীর প্রতি আহ্বান জানাব।’
গণমাধ্যমে গুজব প্রচারের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন
১ ঘণ্টা আগেগণমাধ্যমে হামলাসহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে, সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকারও অনুরোধ জানান তারা। সম্পাদক পরিষদ মনে করে, প্রথম আলো ও ডেইলি স্টার এখনো নিরাপত্তা হুমকিত
৩ ঘণ্টা আগেসংবিধান নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চায় সংস্কার কমিশন। এ লক্ষ্যে আগামী সপ্তাহেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সারা দেশে জরিপ শুরু করবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আলী রীয়াজ। এর আগে, বিএনপির পক্ষ থেকে সংবিধানের বিষয়ে লিখিত প্রস্তাব জমা
৩ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের আলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে
৪ ঘণ্টা আগে