কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
১৯৭৪ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ৪৬ বছর পর আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
১৯৭৪ সালের বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।
এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রেক্সিট পরবর্তী অংশীদারত্বের কৌশল নিয়ে আলোচনা হবে। বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনায় আসবে।
তিনি জানান, বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, করোনা পরবর্তী টিকা সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব এবং বাংলাদেশ ভ্রমণ বিষয়টি যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
কপ-২৬-এর সভাপতি অলোক শর্মার সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যের শীর্ষ থিংক ট্যাংক চাথাম হাউসে জলবায়ু নিয়ে বক্তৃতা দেবেন একে আবদুল মোমেন। এতে মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদসহ রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা অংশ নেবেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সংগঠনগুলোতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি ও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করেন একে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
১৯৭৪ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ৪৬ বছর পর আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
১৯৭৪ সালের বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।
এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রেক্সিট পরবর্তী অংশীদারত্বের কৌশল নিয়ে আলোচনা হবে। বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনায় আসবে।
তিনি জানান, বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, করোনা পরবর্তী টিকা সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব এবং বাংলাদেশ ভ্রমণ বিষয়টি যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
কপ-২৬-এর সভাপতি অলোক শর্মার সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যের শীর্ষ থিংক ট্যাংক চাথাম হাউসে জলবায়ু নিয়ে বক্তৃতা দেবেন একে আবদুল মোমেন। এতে মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদসহ রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা অংশ নেবেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সংগঠনগুলোতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি ও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করেন একে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১০ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১২ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১২ ঘণ্টা আগে