অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে শুনানি চলছে। গতকাল মঙ্গলবারে এই মৌখিক শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে বাংলাদেশও আছে। আইসিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মোট ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংগঠন এই শুনানিতে অংশ নিয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার নিজ নিজ দেশের তরফ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, বাংলাদেশ, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল ও চিলি।
বাংলাদেশের পক্ষ থেকে শুনানিতে নেতৃত্ব দেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রিয়াজ হামিদুল্লাহ। এ ছাড়া, নেদারল্যান্ডস দূতাবাসের মন্ত্রী শাবাব বিন আহমেদ, ফার্স্ট সেক্রেটারি মোহা. জান্নাতুল হাবিব এবং ফার্স্ট সেক্রেটারি জাকিরুল হাসান ফাহাদ।
আইসিজের নথি অনুসারে শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ সালের সীমান্ত বিবেচনায় নিয়ে জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ লজ্জাজনক বিপর্যয় হিসেবেও উল্লেখ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। শুনানিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ওপর দৈনন্দিন ভিত্তিতে যে সহিংসতা চলছে তা শেষ করার একমাত্র উপায় হলো এই দখলদারিত্বের অবসান। কিন্তু এই দখলদারিত্বের অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং রাজনৈতিক উপায়েই এর সমাধান করতে হবে।
শুনানিতে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং এর আইনি ফলাফল বা প্রতিক্রিয়া কী হতে পারে এবং এই দখলদারিত্ব অবসানে ইসরায়েল ও অন্যান্য দেশ আইনি জায়গা থেকে কী কী করতে পারে বা উদ্যোগ নিতে পারে সেই বিষয়টি নিয়ে সবার সচেতন হওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে শুনানি চলছে। গতকাল মঙ্গলবারে এই মৌখিক শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে বাংলাদেশও আছে। আইসিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মোট ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংগঠন এই শুনানিতে অংশ নিয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার নিজ নিজ দেশের তরফ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব, নেদারল্যান্ডস, বাংলাদেশ, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল ও চিলি।
বাংলাদেশের পক্ষ থেকে শুনানিতে নেতৃত্ব দেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রিয়াজ হামিদুল্লাহ। এ ছাড়া, নেদারল্যান্ডস দূতাবাসের মন্ত্রী শাবাব বিন আহমেদ, ফার্স্ট সেক্রেটারি মোহা. জান্নাতুল হাবিব এবং ফার্স্ট সেক্রেটারি জাকিরুল হাসান ফাহাদ।
আইসিজের নথি অনুসারে শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ সালের সীমান্ত বিবেচনায় নিয়ে জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনকে আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ লজ্জাজনক বিপর্যয় হিসেবেও উল্লেখ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। শুনানিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ওপর দৈনন্দিন ভিত্তিতে যে সহিংসতা চলছে তা শেষ করার একমাত্র উপায় হলো এই দখলদারিত্বের অবসান। কিন্তু এই দখলদারিত্বের অবসান হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং রাজনৈতিক উপায়েই এর সমাধান করতে হবে।
শুনানিতে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং এর আইনি ফলাফল বা প্রতিক্রিয়া কী হতে পারে এবং এই দখলদারিত্ব অবসানে ইসরায়েল ও অন্যান্য দেশ আইনি জায়গা থেকে কী কী করতে পারে বা উদ্যোগ নিতে পারে সেই বিষয়টি নিয়ে সবার সচেতন হওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
গত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাঁদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
৫ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১৫ ঘণ্টা আগে