নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ‘জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে যেটা বলা হয়েছে, তা অনুমাননির্ভর। শেখ মুজিবুর হত্যাকাণ্ডের বিচার হয়েছে। রায় হয়েছে, দণ্ড কার্যকর হয়েছে। এখানে তো জিয়াউর রহমানের নাম ধারেকাছেও ছিল না। এখানে অনুমাননির্ভর বক্তব্য দিয়ে আলোচনাটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’
জাতীয় সংসদে আজ বুধবার ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ায় বলিষ্ঠ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাতে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন হারুনুর রশিদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের আনা এ প্রস্তাব সংসদে পাস হয়। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি বলে উল্লেখ করেন শাজাহান খান।
বিএনপির দলীয় সাংসদ হারুনুর রশিদ তাঁর বক্তব্যে প্রস্তাব উত্থাপনকারী শাজাহান খান প্রস্তাবের বাইরে অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন দাবি করে নোটিশের বাইরে থাকা বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। তিনি বলেন, ‘নবীজির (সা.) মক্কা বিজয়ের সাথে তিনি একাত্তরের তুলনা করেছেন। এর সঙ্গে আমার আপত্তি আছে। এগুলো সংশোধন হওয়া উচিত।’
জোর করে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয় উল্লেখ করে সাংসদ হারুন বলেন, ‘৪৫ বছরে আমি কখনো দেখিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তারা জয়বাংলা স্লোগান দিয়েছে। তারা স্লোগান দিয়েছে মেহনতি মানুষের জয় হোক।’
আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এ সাংসদ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়াচ্ছেন। আগামী ২০২৩ সালের নির্বাচন কি হবে? বিএনপিকে নির্বাচনে আনতে হবে। এদিকে র্যাব কর্মকর্তাদের নামে নিষেধাজ্ঞা রয়েছে, সেটা নিয়ে উদ্বেগ রয়েছে। গোটা বাংলাদেশের মানুষ আজ সাংঘাতিক উদ্বেগের মধ্যে রয়েছে। জনপ্রতিষ্ঠানের মধ্যে একটি সংকট রয়েছে।’
বক্তব্যের এই পর্যায়ে আওয়ামী লীগের সাংসদেরা প্রতিবাদ করলে হারুন বলেন, ‘দুই ঘণ্টা আপনারা আলোচনা করেছেন। এতক্ষণ কথা বললেন। ৫ মিনিট কথা শোনার সময় নেই? এই ৫ মিনিট যদি শোনার সময় না থাকে তাহলে এই ধরনের প্রস্তাবে আমার পক্ষে ধন্যবাদ জানানো সম্ভব নয়।’ তিনি বলেন, ‘এই সংসদে স্বাধীনতা-উত্তর ও স্বাধীনতা পরবর্তী যে ভাষণ বাংলাদেশে শেখ মুজিবুর রহমান দিয়েছেন, আমি নিজে তার সাক্ষী। নিজে এসব প্রামাণ্য ভাষণ শুনেছি। ওই সব ভাষণে বঙ্গবন্ধু ‘জয়বাংলা’ যেমন স্লোগান দিয়েছেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন। এই সংসদে সেই ভাষণ শোনানো হয়েছে। আমি তার প্রমাণ দিতে পারব। আমার বক্তব্যে আপনারা অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু আমি মনে করি এই বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে না। জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে গেলে যে সংকটগুলো রয়েছে, সেগুলোতে যেতে হবে।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ‘জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে যেটা বলা হয়েছে, তা অনুমাননির্ভর। শেখ মুজিবুর হত্যাকাণ্ডের বিচার হয়েছে। রায় হয়েছে, দণ্ড কার্যকর হয়েছে। এখানে তো জিয়াউর রহমানের নাম ধারেকাছেও ছিল না। এখানে অনুমাননির্ভর বক্তব্য দিয়ে আলোচনাটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’
জাতীয় সংসদে আজ বুধবার ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ায় বলিষ্ঠ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানাতে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন হারুনুর রশিদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের আনা এ প্রস্তাব সংসদে পাস হয়। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি বলে উল্লেখ করেন শাজাহান খান।
বিএনপির দলীয় সাংসদ হারুনুর রশিদ তাঁর বক্তব্যে প্রস্তাব উত্থাপনকারী শাজাহান খান প্রস্তাবের বাইরে অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছেন দাবি করে নোটিশের বাইরে থাকা বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। তিনি বলেন, ‘নবীজির (সা.) মক্কা বিজয়ের সাথে তিনি একাত্তরের তুলনা করেছেন। এর সঙ্গে আমার আপত্তি আছে। এগুলো সংশোধন হওয়া উচিত।’
জোর করে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয় উল্লেখ করে সাংসদ হারুন বলেন, ‘৪৫ বছরে আমি কখনো দেখিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তারা জয়বাংলা স্লোগান দিয়েছে। তারা স্লোগান দিয়েছে মেহনতি মানুষের জয় হোক।’
আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এ সাংসদ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়াচ্ছেন। আগামী ২০২৩ সালের নির্বাচন কি হবে? বিএনপিকে নির্বাচনে আনতে হবে। এদিকে র্যাব কর্মকর্তাদের নামে নিষেধাজ্ঞা রয়েছে, সেটা নিয়ে উদ্বেগ রয়েছে। গোটা বাংলাদেশের মানুষ আজ সাংঘাতিক উদ্বেগের মধ্যে রয়েছে। জনপ্রতিষ্ঠানের মধ্যে একটি সংকট রয়েছে।’
বক্তব্যের এই পর্যায়ে আওয়ামী লীগের সাংসদেরা প্রতিবাদ করলে হারুন বলেন, ‘দুই ঘণ্টা আপনারা আলোচনা করেছেন। এতক্ষণ কথা বললেন। ৫ মিনিট কথা শোনার সময় নেই? এই ৫ মিনিট যদি শোনার সময় না থাকে তাহলে এই ধরনের প্রস্তাবে আমার পক্ষে ধন্যবাদ জানানো সম্ভব নয়।’ তিনি বলেন, ‘এই সংসদে স্বাধীনতা-উত্তর ও স্বাধীনতা পরবর্তী যে ভাষণ বাংলাদেশে শেখ মুজিবুর রহমান দিয়েছেন, আমি নিজে তার সাক্ষী। নিজে এসব প্রামাণ্য ভাষণ শুনেছি। ওই সব ভাষণে বঙ্গবন্ধু ‘জয়বাংলা’ যেমন স্লোগান দিয়েছেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন। এই সংসদে সেই ভাষণ শোনানো হয়েছে। আমি তার প্রমাণ দিতে পারব। আমার বক্তব্যে আপনারা অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু আমি মনে করি এই বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে না। জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে গেলে যে সংকটগুলো রয়েছে, সেগুলোতে যেতে হবে।’
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৮ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৮ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৮ ঘণ্টা আগে