কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আইসোলেশন থেকে বের হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল রোববার আইসোলেশনে থাকার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। তবে আজ সোমবার গণভবন থেকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
করোনা সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকায় গত ১৯ ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অধিবেশনে যোগ দিতে পারেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফর নিয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে প্রশ্ন করা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক করোনা নাকি আসলেই করোনা হয়েছে? এর উত্তরে তিনি বলেন, ‘আফগানিস্তান নিয়ে ওআইসির জরুরি বৈঠক ডেকেছে। পাকিস্তান নিজে থেকে এ বৈঠকটি ইসলামাবাদে করতে চেয়েছে। ওআইসিও তাতে রাজি হয়েছে। প্রথমে বৈঠকটি ছিল ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। সে সময়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেতে পারব না বলে বাংলাদেশ জানিয়েছে। তখন ঠিক করা হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাবেন। পরবর্তীতে পাকিস্তান বৈঠকের তারিখ পরিবর্তন করেছে। আমাদের প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রসচিব ও অন্যরা যাওয়ার কথা। ১৮ ডিসেম্বর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আর ১৯ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।’
আবদুল মোমেন বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দিন ধরে আইসোলেশনে রয়েছেন। এর জন্য তিনি প্যারেডে যেতে পারেনি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে থাকতে পারেননি। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটি সংবাদ সম্মেলন করছে। কোনটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসতে পারেননি। তিনি নিজ থেকে আইসোলেশনে রয়েছেন, যেহেতু করোনার রোগীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল। সে কারণে তিনি যাননি। তিনি আইসোলেশনে না থাকলে তিনি হয়তো আজকের সংবাদ সম্মেলনে আসতেন।’
উল্লেখ্য, ওআইসিতে বাংলাদেশের পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
আইসোলেশন থেকে বের হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল রোববার আইসোলেশনে থাকার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। তবে আজ সোমবার গণভবন থেকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
করোনা সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকায় গত ১৯ ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অধিবেশনে যোগ দিতে পারেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফর নিয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে প্রশ্ন করা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক করোনা নাকি আসলেই করোনা হয়েছে? এর উত্তরে তিনি বলেন, ‘আফগানিস্তান নিয়ে ওআইসির জরুরি বৈঠক ডেকেছে। পাকিস্তান নিজে থেকে এ বৈঠকটি ইসলামাবাদে করতে চেয়েছে। ওআইসিও তাতে রাজি হয়েছে। প্রথমে বৈঠকটি ছিল ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। সে সময়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেতে পারব না বলে বাংলাদেশ জানিয়েছে। তখন ঠিক করা হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাবেন। পরবর্তীতে পাকিস্তান বৈঠকের তারিখ পরিবর্তন করেছে। আমাদের প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রসচিব ও অন্যরা যাওয়ার কথা। ১৮ ডিসেম্বর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আর ১৯ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।’
আবদুল মোমেন বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দিন ধরে আইসোলেশনে রয়েছেন। এর জন্য তিনি প্যারেডে যেতে পারেনি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে থাকতে পারেননি। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটি সংবাদ সম্মেলন করছে। কোনটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসতে পারেননি। তিনি নিজ থেকে আইসোলেশনে রয়েছেন, যেহেতু করোনার রোগীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল। সে কারণে তিনি যাননি। তিনি আইসোলেশনে না থাকলে তিনি হয়তো আজকের সংবাদ সম্মেলনে আসতেন।’
উল্লেখ্য, ওআইসিতে বাংলাদেশের পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘দেশের চলমান অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ও সংকটের মূলে আছে স্বেচ্ছাচারী রাজনীতি ও অনাচারী অর্থনীতি। বিগত সরকারের সময়ে অনাচারী অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার
২ ঘণ্টা আগেসারা দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নামে থাকা ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তির নাম বাদ দিয়ে মেডিকেল কলেজগুলোর নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলোর নামে
৩ ঘণ্টা আগেনির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে ছয় সদস্যের সার্চ কমিটি করেছে সরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে আজ বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৪ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারে অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের জন্য চাপ বাড়ছে। বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে।
৫ ঘণ্টা আগে