Ajker Patrika

ডেঙ্গুতে দিনে আরও একজনের মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে দিনে আরও একজনের মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

দেশের ডেঙ্গু পরিস্থিতি চলতি মাসে ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই শনাক্তে নতুন নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রায় তিন শ রোগী শনাক্ত হয়ে নতুন রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। যা এ বছরের সর্বোচ্চ রেকর্ড। এদের মধ্যে ঢাকায় ২৪৪ জন এবং বাইরে ৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ২৩ জন। এদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৪৯ জন এবং বাইরে ১৭৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩১ দিনে মোট রোগী তিন হাজার ৫৩১ জন শনাক্ত হয়। আর চলতি মাসের ১০ দিনে দুই হাজার ২০৯ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। চলতি মাসের ১০ দিনে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। যা গত আগস্টের সমপরিমাণ। জুনে মৃত্যু হয়েছিল একজন, জুলাইতে ৯ জন মিলে সর্বমোট ৩২ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৭ হাজার ৩৩৫ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩২ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৯৭০ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৫৫৮ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৩৫৫ জন। এ সময় মৃত্যু হয়েছে ৩২ জনের। 

কীটতত্ত্ববিদেরা জানান, তাদের আগেই ধারণা ছিল আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২২১ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা মারতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত