নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আটলান্টিকের পূর্ব পাড়ের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা নানা আয়োজনে বসন্ত বরণ করেছে। বর্ণিল সাজ-সজ্জা, কবিতা আবৃতি, নাচ, গান নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনভর বসন্তের আগমনকে উদযাপন করা হয়। মূলত এ আয়োজনের মাধ্যমে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ হয়ে ফুটে উঠেছিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকা।
চলতি বছরের গত ৩ জানুয়ারি থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিনসাসাতে ১৮০ জন সদস্যের এই কন্টিনজেন্টটি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত এটিই একমাত্র নারীদের কন্টিনজেন্ট।
বসন্ত বরণের মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীরা নাচ-গান ও কবিতা আবৃতির মাধ্যমে বসন্তকে স্বাগত জানান। এ আয়োজনের মাধ্যমে সুদূর আফ্রিকার মাটিতে বাংলা সাংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস পান তারা।
বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত মিসরীয় কন্টিনজেন্টের কর্মকর্তা, কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও বাংলাদেশ মিলিটারি পুলিশ (বিএএন এমপি) কিনসাসা ইউনিট ও বিএএন এএমইটি এর কমান্ডার।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফোরামড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) ও ১৫ তম কন্টিজেন্ট এর কমান্ডার নাজমুন নাহার উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনামকে বৃদ্ধি করার প্রয়াস পেয়েছে।’
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সুনামকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি মিশনে কর্মরত সকল সদস্যকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।
দক্ষিণ আটলান্টিকের পূর্ব পাড়ের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা নানা আয়োজনে বসন্ত বরণ করেছে। বর্ণিল সাজ-সজ্জা, কবিতা আবৃতি, নাচ, গান নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনভর বসন্তের আগমনকে উদযাপন করা হয়। মূলত এ আয়োজনের মাধ্যমে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ হয়ে ফুটে উঠেছিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকা।
চলতি বছরের গত ৩ জানুয়ারি থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিনসাসাতে ১৮০ জন সদস্যের এই কন্টিনজেন্টটি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত এটিই একমাত্র নারীদের কন্টিনজেন্ট।
বসন্ত বরণের মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীরা নাচ-গান ও কবিতা আবৃতির মাধ্যমে বসন্তকে স্বাগত জানান। এ আয়োজনের মাধ্যমে সুদূর আফ্রিকার মাটিতে বাংলা সাংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস পান তারা।
বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত মিসরীয় কন্টিনজেন্টের কর্মকর্তা, কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও বাংলাদেশ মিলিটারি পুলিশ (বিএএন এমপি) কিনসাসা ইউনিট ও বিএএন এএমইটি এর কমান্ডার।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফোরামড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) ও ১৫ তম কন্টিজেন্ট এর কমান্ডার নাজমুন নাহার উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনামকে বৃদ্ধি করার প্রয়াস পেয়েছে।’
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সুনামকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি মিশনে কর্মরত সকল সদস্যকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।
নির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
২২ মিনিট আগেবাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
৮ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
১০ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
১০ ঘণ্টা আগে