Ajker Patrika

প্রয়োজনে জরুরি আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদন ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২৫
প্রয়োজনে জরুরি আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী 

প্রয়োজনে জরুরি আইন প্রয়োগ করে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) সভাপতির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘এবার একটু আমাদের ওপর আস্থা রাখেন, আগে যেভাবে সরকারের পক্ষ থেকে বলার পরও দাম কমেনি—সেটা আর হবে না। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্বশীল হতে হবে।’

চিনির আমদানি শুল্ক কমেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অপরিশোধিত চিনির আমদানি শুল্ক টনপ্রতি তিন হাজার টাকার জায়গায় এক হাজার টাকা, পরিশোধিত চিনির শুল্ক ছয় হাজার থেকে কমিয়ে দুই হাজার টাকা টন করা হয়েছে। 

এ ছাড়া, খেজুরের আমদানি শুল্ক কমেছে ২৫ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ভোজ্যতেলের শুল্ক কমেছে  আমদানি পর্যায়ে ১০ শতাংশ। মূল্য সংযোজন কর ১৫ শতাংশ ছিল এটা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত