নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর প্রকোপ গত দুই দিন কম থাকলেও আবারও বেড়েছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন। এ নিয়ে চলতি অক্টোবর মাসের ২৩ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫৫ জন এবং ঢাকার বাইরের ৩৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৩১৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে চলতি মাসে মারা গেছেন ১৭ জন। আর চলতি বছরে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী এখন ভর্তি রয়েছেন ৮৩৮ জন এবং ঢাকার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৬৯ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছেন ১৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৭ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনসহ মোট ৫৭। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কীটতত্ত্ববিদরা বলছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় ঢাকার দুই সিটি করপোরেশন নামে মাত্র মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর অনেক এলাকায় এখন নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
ডেঙ্গুর প্রকোপ গত দুই দিন কম থাকলেও আবারও বেড়েছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন। এ নিয়ে চলতি অক্টোবর মাসের ২৩ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫৫ জন এবং ঢাকার বাইরের ৩৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৩১৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে চলতি মাসে মারা গেছেন ১৭ জন। আর চলতি বছরে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী এখন ভর্তি রয়েছেন ৮৩৮ জন এবং ঢাকার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৬৯ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছেন ১৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৭ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনসহ মোট ৫৭। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কীটতত্ত্ববিদরা বলছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় ঢাকার দুই সিটি করপোরেশন নামে মাত্র মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর অনেক এলাকায় এখন নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
গণমাধ্যমে হামলাসহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে, সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকারও অনুরোধ জানান তারা। সম্পাদক পরিষদ মনে করে, প্রথম আলো ও ডেইলি স্টার এখনো নিরাপত্তা হুমকিত
১ ঘণ্টা আগেসংবিধান নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চায় সংস্কার কমিশন। এ লক্ষ্যে আগামী সপ্তাহেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সারা দেশে জরিপ শুরু করবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আলী রীয়াজ। এর আগে, বিএনপির পক্ষ থেকে সংবিধানের বিষয়ে লিখিত প্রস্তাব জমা
১ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের আলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে
৩ ঘণ্টা আগেভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। আদেশের প্রত্যয়িত অনুলিপি হাতে পাওয়ার বিষয়টি আজ মঙ্গলবার জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী এম আবদুল কাইয়ূম।
৩ ঘণ্টা আগে