কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রায় ১২ বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। এই যুদ্ধে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। পরিবার ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিত তাঁরা কোথায় কী অবস্থায় আছেন, সে বিষয়ে খোঁজখবর নিতে একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনের প্রস্তাব গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। এই প্রস্তাব গ্রহণের ওপর ভোটের সময় বাংলাদেশসহ ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল।
বাংলাদেশ প্রস্তাবটির পক্ষে ভোট না দেওয়ায় মর্মাহত হয়েছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপে। প্রস্তাবটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে ভোটের পরদিন গতকাল শুক্রবার এক টুইটে রাষ্ট্রদূত তাঁর মর্মবেদনার কথা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর আনা এই প্রস্তাবের ওপর গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গৃহীত ভোটে ৮৩টি দেশ পক্ষে ভোট দেয়।
বাংলাদেশ ছাড়াও ভোটদানে বিরত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মিসর, লেবানন, মালয়েশিয়া, মরক্কো, আলজেরিয়া, ভারত, পাকিস্তান, নেপাল ও সিঙ্গাপুর।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, কিউবা, বলিভিয়া, নিকারাগুয়া, ইরান, বেলারুশ, জিম্বাবুয়েসহ ১১টি দেশ।
ভোটদানে বিরত থাকার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে নিউইয়র্কে বাংলাদেশের এক কূটনীতিক বলেন, ‘এটি বহু বছর ধরে বাংলাদেশের মেনে চলা একটি নীতিগত অবস্থানের প্রকাশ মাত্র। ফিলিস্তিন এবং অতি সম্প্রতি রোহিঙ্গার মতো কিছু ইস্যু ছাড়া সুনির্দিষ্টভাবে কোনো দেশকে লক্ষ্য করে আনা প্রস্তাবে বাংলাদেশ সাধারণত পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেয় না। ভোটদানে বিরত থাকে।’
প্রায় ১২ বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। এই যুদ্ধে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। পরিবার ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিত তাঁরা কোথায় কী অবস্থায় আছেন, সে বিষয়ে খোঁজখবর নিতে একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনের প্রস্তাব গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। এই প্রস্তাব গ্রহণের ওপর ভোটের সময় বাংলাদেশসহ ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল।
বাংলাদেশ প্রস্তাবটির পক্ষে ভোট না দেওয়ায় মর্মাহত হয়েছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপে। প্রস্তাবটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে ভোটের পরদিন গতকাল শুক্রবার এক টুইটে রাষ্ট্রদূত তাঁর মর্মবেদনার কথা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর আনা এই প্রস্তাবের ওপর গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গৃহীত ভোটে ৮৩টি দেশ পক্ষে ভোট দেয়।
বাংলাদেশ ছাড়াও ভোটদানে বিরত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মিসর, লেবানন, মালয়েশিয়া, মরক্কো, আলজেরিয়া, ভারত, পাকিস্তান, নেপাল ও সিঙ্গাপুর।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, কিউবা, বলিভিয়া, নিকারাগুয়া, ইরান, বেলারুশ, জিম্বাবুয়েসহ ১১টি দেশ।
ভোটদানে বিরত থাকার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে নিউইয়র্কে বাংলাদেশের এক কূটনীতিক বলেন, ‘এটি বহু বছর ধরে বাংলাদেশের মেনে চলা একটি নীতিগত অবস্থানের প্রকাশ মাত্র। ফিলিস্তিন এবং অতি সম্প্রতি রোহিঙ্গার মতো কিছু ইস্যু ছাড়া সুনির্দিষ্টভাবে কোনো দেশকে লক্ষ্য করে আনা প্রস্তাবে বাংলাদেশ সাধারণত পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেয় না। ভোটদানে বিরত থাকে।’
দেশে প্রতিদিন ১ হাজার ৩৪০টি অপরিণত শিশুর জন্ম হচ্ছে। সে হিসাবে ঘণ্টায় অপরিণত শিশুর জন্ম হচ্ছে ৫৬টি। দেশে অপরিণত শিশু জন্মে প্রতিরোধ কার্যক্রমে গতি নেই। এখনো বছরে সাড়ে চার লাখ অপরিণত শিশুর জন্ম হচ্ছে।
৩ মিনিট আগেমেট্রোরেল চালানো কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পদে আর আমলা-নির্ভরতা থাকছে না। গত ৯ অক্টোবর প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এমডি পদের জন্য সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
৯ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
১১ ঘণ্টা আগে