Ajker Patrika

চন্দ্রিমা উদ্যানের নাম পাল্টে আবারও ‘জিয়া উদ্যান’ করল সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
রাজধানীর শেরেবাংলা নগরে ‘চন্দ্রিমা উদ্যান’ এর নাম পাল্টে দিয়ে আবারও ‘জিয়া উদ্যান’ করেছে সরকার। ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে ‘চন্দ্রিমা উদ্যান’ এর নাম পাল্টে দিয়ে আবারও ‘জিয়া উদ্যান’ করেছে সরকার। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানের নাম পাল্টে দিয়ে আবারও ‘জিয়া উদ্যান’ করেছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রিমা উদ্যান এর পরিবর্তিত নামকরণ জিয়া উদ্যান পুনর্বহাল করা হলো।

শেরেবাংলা নগরের এই উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল রয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ উদ্যানটির নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান করে।

পরে বিএনপি ক্ষমতায় এসে নাম বদলে জিয়া উদ্যান রাখে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতার এসে উদ্যানটির নাম বদলে দিয়ে চন্দ্রিমা উদ্যান করেছিল।

রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান এই উদ্যান, যা জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত। এখানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মাজার কমপ্লেক্স। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত