কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) নিয়ে সমাধানে আসতে পারেনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্য রাষ্ট্রগুলো। বর্তমান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বৈঠকে আলোচনা হলেও সদস্য রাষ্ট্রগুলোর ভিন্ন মতের কারণে আইওআরএ কৌশল নির্ধারণ করতে পারেনি সংগঠনটি।
আইওআরএ'র ২১–তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম ইউনিটের সচিব মো. খুরশেদ আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকায় গত তিন দিন আইওআরএ'র ২১–তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২৩টি সদস্য রাষ্ট্রের ১৫টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বাকি দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর বাইরে আইওআরএ'র এর ডায়ালগ অংশীদাররা বৈঠকে অংশগ্রহণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই বছরের জন্য বাংলাদেশ আইওআরএ'র সভাপতির দায়িত্ব পালন করবে। আর সহসভাপতি হিসেবে শ্রীলঙ্কা এবং মহাসচিব হিসেবে ইন্দোনেশিয়া আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছে।
আবদুল মোমেন বলেন, এবারের বৈঠকে দুর্যোগ মোকাবিলা নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এর নেতৃত্ব দেবে ভারত। এ ছাড়া ডায়ালগ অংশীদারদের এতে যোগ করার জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এত দিন এর ডায়ালগ অংশীদার ছিল ৯টি দেশ। আর চলতি বৈঠকের মধ্য দিয়ে রাশিয়া ডায়ালগ অংশীদার হিসেবে যোগ হয়েছে।
বৈঠকে আইপিএস নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এরই মধ্যে আইপিএস নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছে। বৈঠকে বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশ অবাধ, মুক্ত, অন্তর্বর্তীমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়। বাংলাদেশ কোন একক দেশের বা গ্রুপের আধিপত্য এখানে দেখতে চায় না।
সৌদিকে ডায়ালগ অংশীদার না করার ব্যাপারে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, এবারের বৈঠকে প্রক্রিয়াগত জটিলতার কারণে সৌদি আরবের আবেদনটি বিবেচনার সুযোগ হয়নি। তবে সামনের বৈঠকে এটি নিয়ে আলোচনা হবে।
ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে মো. খুরশেদ আলম বলেন, আইওআরএ–তে যখন কোন বিষয় নিয়ে আলোচনায় হয়। তখন সে বিষয়টিতে সকল দেশের একমত হতে হয়। এখানে সব দেশ একমত হতে পারেনি। এ জন্য এ নিয়ে কোন উপসংহারে যাওয়া সম্ভব হয়নি।
ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) নিয়ে সমাধানে আসতে পারেনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্য রাষ্ট্রগুলো। বর্তমান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বৈঠকে আলোচনা হলেও সদস্য রাষ্ট্রগুলোর ভিন্ন মতের কারণে আইওআরএ কৌশল নির্ধারণ করতে পারেনি সংগঠনটি।
আইওআরএ'র ২১–তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম ইউনিটের সচিব মো. খুরশেদ আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকায় গত তিন দিন আইওআরএ'র ২১–তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২৩টি সদস্য রাষ্ট্রের ১৫টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বাকি দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর বাইরে আইওআরএ'র এর ডায়ালগ অংশীদাররা বৈঠকে অংশগ্রহণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই বছরের জন্য বাংলাদেশ আইওআরএ'র সভাপতির দায়িত্ব পালন করবে। আর সহসভাপতি হিসেবে শ্রীলঙ্কা এবং মহাসচিব হিসেবে ইন্দোনেশিয়া আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছে।
আবদুল মোমেন বলেন, এবারের বৈঠকে দুর্যোগ মোকাবিলা নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এর নেতৃত্ব দেবে ভারত। এ ছাড়া ডায়ালগ অংশীদারদের এতে যোগ করার জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এত দিন এর ডায়ালগ অংশীদার ছিল ৯টি দেশ। আর চলতি বৈঠকের মধ্য দিয়ে রাশিয়া ডায়ালগ অংশীদার হিসেবে যোগ হয়েছে।
বৈঠকে আইপিএস নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এরই মধ্যে আইপিএস নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছে। বৈঠকে বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশ অবাধ, মুক্ত, অন্তর্বর্তীমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়। বাংলাদেশ কোন একক দেশের বা গ্রুপের আধিপত্য এখানে দেখতে চায় না।
সৌদিকে ডায়ালগ অংশীদার না করার ব্যাপারে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, এবারের বৈঠকে প্রক্রিয়াগত জটিলতার কারণে সৌদি আরবের আবেদনটি বিবেচনার সুযোগ হয়নি। তবে সামনের বৈঠকে এটি নিয়ে আলোচনা হবে।
ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে মো. খুরশেদ আলম বলেন, আইওআরএ–তে যখন কোন বিষয় নিয়ে আলোচনায় হয়। তখন সে বিষয়টিতে সকল দেশের একমত হতে হয়। এখানে সব দেশ একমত হতে পারেনি। এ জন্য এ নিয়ে কোন উপসংহারে যাওয়া সম্ভব হয়নি।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৪০ মিনিট আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৪২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
৪ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
৫ ঘণ্টা আগে