দেশে ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ৫০০ জন

বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১৯: ৩৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় এ রোগে আক্রান্ত হয়ে ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ চিকিৎসক মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

চলতি বছর এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬ হাজার ৮৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৪৮৭ জন। 

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ২৯৪ জন। ঢাকায় ৪ হাজার ১৬০ এবং ঢাকার বাইরে ১ হাজার ১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত