নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট সীমান্তে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তাঁর সহযোগী সাদেক আহমদ আটক হয়েছেন।
আজ শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বার্তায় জানিয়েছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও তাঁর সহযোগীকে আটক করেছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবীর পাঠানো বার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী গোয়াবাড়িতে নিয়মিত টহল পরিচালনা করছিল। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে আটক করে।
আটকদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমেদ (৫৫) এবং অপরজন তাঁর ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। উভয়েই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিনের ছেলে।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং ৪ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও তাঁদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাঁদের জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সিলেট সীমান্তে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তাঁর সহযোগী সাদেক আহমদ আটক হয়েছেন।
আজ শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বার্তায় জানিয়েছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও তাঁর সহযোগীকে আটক করেছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবীর পাঠানো বার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী গোয়াবাড়িতে নিয়মিত টহল পরিচালনা করছিল। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে আটক করে।
আটকদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমেদ (৫৫) এবং অপরজন তাঁর ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। উভয়েই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিনের ছেলে।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং ৪ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও তাঁদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাঁদের জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৭ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৯ ঘণ্টা আগে