নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশে নয় বরং ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।’
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা তৎপর থাকেন।
ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা দিয়ে আসছে। বন্যা–ভূমিকম্পের মতো দুর্যোগে সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।'
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, 'দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও মানবসেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা রয়েছে। দেশের বড় বড় দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা।'
অনুষ্ঠানে মোট ২২ জন স্বেচ্ছাসেবকের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে ব্যবহার হওয়া বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি পরিদর্শন করেন।
বাংলাদেশে নয় বরং ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।’
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা তৎপর থাকেন।
ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা দিয়ে আসছে। বন্যা–ভূমিকম্পের মতো দুর্যোগে সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।'
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, 'দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও মানবসেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা রয়েছে। দেশের বড় বড় দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা।'
অনুষ্ঠানে মোট ২২ জন স্বেচ্ছাসেবকের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে ব্যবহার হওয়া বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি পরিদর্শন করেন।
সোমবার ইসরায়েল-বিরোধী বিক্ষোভ চলাকালে সিলেট, খুলনা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি শহরে কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ, কেএফসিসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর গেন্ডারিয়ার শিশুরক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। বিদ্যালয়ের নামে রেকর্ড না থাকায় ২১ দশমিক ৩৬ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মামলা চলেছে। কিছুদিন আগে মামলার রায় বিদ্যালয় কর্তৃপক্ষের অনুকূলে এলেও জমিটি এখনো বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে...
১১ ঘণ্টা আগেমিয়ানমার সীমান্তে বাংলাদেশি জেলেদের মূর্তিমান আতঙ্ক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। পাঁচ মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ১৩টি ঘটনায় আরাকান আর্মি ও সে দেশের নৌবাহিনীর হাতে বাংলাদেশের ১০৬ জন অপহৃত হন। গতকাল মঙ্গলবারও সেন্ট মার্টিনের অদূরে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে...
১১ ঘণ্টা আগেবিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, ‘এখন আর সারভাইভাল অব দ্য ফিটেস্ট, অর্থাৎ সেরা মানুষেরা টিকে থাকবে—এই নীতি নয়; বরং যারা সবচেয়ে ভালো আলোচনা বা চুক্তি করতে পারবে, তারাই টিকে থাকবে।’ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান আজ মঙ্গলবার রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ
১২ ঘণ্টা আগে