কূটনৈতিক প্রতিবেদক
ইউক্রেনের ক্যাম্পে পাঁচ বাংলাদেশি বন্দী অবস্থায় রয়েছেন—এমন তথ্য দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি টুইট করা হয়েছে। টুইটে রাশিয়া দূতাবাস জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করা হয়। এ বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সিএম তোফায়েল সামীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সিলেট রত্ন ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে।
ইউক্রেনের আর্মি ক্যাম্পে বন্দী বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা ভিডিওতে দেখেছি। আমরা তাঁদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তাঁরা (আটক বাংলাদেশিরা) বক্তব্য দিয়েছেন যে, তাঁদের জোর করে আটকে রেখেছে ইউক্রেন সরকার এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই তথ্যটি আমরা যাচাই-বাছাই করার চেষ্টা করছি।’
আটকে থাকা পাঁচ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে কি না জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত যিনি দায়িত্বে রয়েছেন, তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা (জাহাজে রকেট হামলা) হওয়ার পরপরই আমরা আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি গল্প এসেছিল, বাংলাদেশিদের প্রতি কিছুটা বিরূপ মনোভাব দেখানো হয়েছে। সেখানে ত্বরিত বেগে আমরা কর্মকর্তাদের পাঠিয়েছি, যাতে কাউকে হয়রানি না করতে পারে। এখন পর্যন্ত সেখানে প্রক্রিয়াটি একটু বিরূপ।’
পাঁচ বাংলাদেশিকে নিয়ে ভিডিওটি থেকে জানা যাচ্ছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী ক্যাম্পে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি নাগরিক। রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশির ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ইউক্রেনের অভিবাসী শিবিরটিতে সবার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে বাংলাদেশিরা একটি মোবাইল লুকিয়ে নিজেদের কাছে রাখতে পেরেছেন। রিয়াদুল মালিকের করা ভিডিওতে তাঁকেসহ চার বাংলাদেশিকে দেখা যাচ্ছে। অপরজনকে দরজায় পাহারায় রেখে তাঁরা ভিডিও ধারণ করেছেন। প্রায় ১৫ মাস ধরে ক্যাম্পটিতে বন্দী অবস্থায় রয়েছেন রিয়াদুল মালিক। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাঁরা আটক হন বলে ভিডিওতে জানান রিয়াদুল।
ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি নাবিকদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে যেসব বাংলাদেশি ছিলেন, যাঁদের তথ্য বাংলাদেশ পেয়েছে, তাঁদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। অনেকেই পোল্যান্ডে এসেছেন। অনেকে রোমানিয়াতে এসেছেন। ২৮ জন নাবিকদের আমরা রোমানিয়াতে নিয়ে এসেছি। শিগগিরই তাঁরা বাংলাদেশে ফিরে আসবেন।’
বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে সমন্বয় নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি। ভারত আমাদের সহায়তা করছে।’
বাংলাদেশি জাহাজটিতে আক্রমণের পেছনে কোন পক্ষ থাকতে পারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘জাহাজটিতে কে আক্রমণ করেছিল এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য এখনো নেই। তবে রাশিয়ার রাষ্ট্রদূত এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।’
রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন কত দিন বন্ধ থাকতে পারে? এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। বিষয়গুলো অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করব।’
এই সংকটের প্রভাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সমস্যায় পড়তে পারে কি না এমন প্রশ্নে আব্দুল মোমেন বলেন, ‘বিষয়গুলোতে আরও বিস্তারিত তথ্য আসবে। দেশের মঙ্গলের জন্য যা করা দরকার, সেটি করা হবে। আগে থেকে কিছু বলা যাবে না।’
ইউক্রেনের ক্যাম্পে পাঁচ বাংলাদেশি বন্দী অবস্থায় রয়েছেন—এমন তথ্য দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি টুইট করা হয়েছে। টুইটে রাশিয়া দূতাবাস জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করা হয়। এ বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সিএম তোফায়েল সামীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সিলেট রত্ন ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে।
ইউক্রেনের আর্মি ক্যাম্পে বন্দী বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা ভিডিওতে দেখেছি। আমরা তাঁদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তাঁরা (আটক বাংলাদেশিরা) বক্তব্য দিয়েছেন যে, তাঁদের জোর করে আটকে রেখেছে ইউক্রেন সরকার এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই তথ্যটি আমরা যাচাই-বাছাই করার চেষ্টা করছি।’
আটকে থাকা পাঁচ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে কি না জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত যিনি দায়িত্বে রয়েছেন, তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা (জাহাজে রকেট হামলা) হওয়ার পরপরই আমরা আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি গল্প এসেছিল, বাংলাদেশিদের প্রতি কিছুটা বিরূপ মনোভাব দেখানো হয়েছে। সেখানে ত্বরিত বেগে আমরা কর্মকর্তাদের পাঠিয়েছি, যাতে কাউকে হয়রানি না করতে পারে। এখন পর্যন্ত সেখানে প্রক্রিয়াটি একটু বিরূপ।’
পাঁচ বাংলাদেশিকে নিয়ে ভিডিওটি থেকে জানা যাচ্ছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী ক্যাম্পে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি নাগরিক। রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশির ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ইউক্রেনের অভিবাসী শিবিরটিতে সবার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে বাংলাদেশিরা একটি মোবাইল লুকিয়ে নিজেদের কাছে রাখতে পেরেছেন। রিয়াদুল মালিকের করা ভিডিওতে তাঁকেসহ চার বাংলাদেশিকে দেখা যাচ্ছে। অপরজনকে দরজায় পাহারায় রেখে তাঁরা ভিডিও ধারণ করেছেন। প্রায় ১৫ মাস ধরে ক্যাম্পটিতে বন্দী অবস্থায় রয়েছেন রিয়াদুল মালিক। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাঁরা আটক হন বলে ভিডিওতে জানান রিয়াদুল।
ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি নাবিকদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে যেসব বাংলাদেশি ছিলেন, যাঁদের তথ্য বাংলাদেশ পেয়েছে, তাঁদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। অনেকেই পোল্যান্ডে এসেছেন। অনেকে রোমানিয়াতে এসেছেন। ২৮ জন নাবিকদের আমরা রোমানিয়াতে নিয়ে এসেছি। শিগগিরই তাঁরা বাংলাদেশে ফিরে আসবেন।’
বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে সমন্বয় নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি। ভারত আমাদের সহায়তা করছে।’
বাংলাদেশি জাহাজটিতে আক্রমণের পেছনে কোন পক্ষ থাকতে পারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘জাহাজটিতে কে আক্রমণ করেছিল এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য এখনো নেই। তবে রাশিয়ার রাষ্ট্রদূত এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।’
রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন কত দিন বন্ধ থাকতে পারে? এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। বিষয়গুলো অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করব।’
এই সংকটের প্রভাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সমস্যায় পড়তে পারে কি না এমন প্রশ্নে আব্দুল মোমেন বলেন, ‘বিষয়গুলোতে আরও বিস্তারিত তথ্য আসবে। দেশের মঙ্গলের জন্য যা করা দরকার, সেটি করা হবে। আগে থেকে কিছু বলা যাবে না।’
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য বেশ চাপ এসেছিল। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার নির্বাচনের ট্রেন চলছে, এমন ধারণা দেওয়ার জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করেছে।’
৫ মিনিট আগেসংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটে সোমবার বিকেল পর্যন্ত ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছে। একই সঙ্গে কমিশন ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে। সোমবার সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগেঅনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন
২৮ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিশিষ্ট নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে