লক্ষ্মীপুরের সাবেক এমপি নয়ন এবং লিকার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৬: ১৩
Thumbnail image

দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিতি করেছেন। তিনি জানিয়েছেন, দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যাওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এ–সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। 

দুদক সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের সর্বশেষ নির্বাচনী হলফনামায় দাখিল করা তথ্যানুসারে ২০২১ সাল পর্যন্ত তাঁর বাৎসরিক আয় ৩৬ লাখ ১০ হাজার ২৯০ টাকা। তিনি তাঁর সম্পদ দেখিয়েছেন ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে আয়কর রিটার্নে দাখিলকৃত সম্পদের তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৩ লাখ ৯১ হাজার টাকা। 

কিন্তু দুদকের গোয়েন্দা অনুসন্ধানে লক্ষ্মীপুর মহিলা কলেজ রোডে এলাকায় তাঁর ১০ শতাংশ জমির ওপর ৫তলা ভবন, সংশ্লিষ্ট এলাকায় ৪০-৫০ শতাংশ জমি, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে তাঁর একাধিক ফ্ল্যাট থাকার সন্ধান পেয়েছ দুদক। দুদক গোয়েন্দা অনুসন্ধানে জানতে পেরেছে, সম্পদ বিবরণীতে ঘোষিত সম্পদের চেয়ে কয়েক গুণ বেশি সম্পদ বেশি রয়েছে নয়নের। 

দুদক আরও জানিয়েছে, নয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগে প্রভাব খাঁটিয়ে তাঁর পক্ষের অন্য ব্যক্তিবর্গের নামে এবং তাঁর ওপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এ ছাড়া তাঁর দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্যের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। 

অন্যদিকে আরেক অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাঁটিয়ে নিজ নামে ও তাঁর পরিবার–পরিজনের নামে অবৈধভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছে দুদক। 

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও তাঁর ওপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায়। এ ছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্যানুসন্ধানে পেয়েছে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত