Ajker Patrika

আরও বেশি টাকার সাজ-পোশাক পাবেন সরকারি গাড়ি চালকেরা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮: ৫৫
আরও বেশি টাকার সাজ-পোশাক পাবেন সরকারি গাড়ি চালকেরা

সরকারি গাড়ি চালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ–পোশাক বাবদ আগের থেকে বেশি টাকা দেবে সরকার। এসব কর্মচারীর দাপ্তরিক পোশাকের দাম পুনর্নির্ধারণ করে গত রোববার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি গাড়ি চালক ও কারিগরি কর্মচারীদের ২০২১ সালের ২২ এপ্রিল জারিকৃত পরিপত্র অনুযায়ী দাপ্তরিক সাজ–পোশাক দেওয়া হতো। সে হিসাবে একজন পুরুষ গাড়িচালক শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকার সাজ–পোশাক পেতেন। এখন থেকে পুরুষ গাড়ি চালকেরা ২৯ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক।

অন্যদিকে একজন নারী গাড়ি চালককে দুই বছরের জন্য ২৯ হাজার টাকার সাজ–পোশাক দেওয়া হবে। আগে তাঁরা ১৯ হাজার ১৫০ টাকার সাজ–পোশাক পেতেন।

নতুন পরিপত্র অনুযায়ী, গ্রীষ্মকালে একজন পুরুষ গাড়ি চালককে তিন সেট চকলেট রঙের হাফ সাফারি, দুটি ক্যাপ, দুই জোড়া কালো জুতা, দুই জোড়া কালো স্যান্ডেল, চার জোড়া কালো মোজা, একটি কালো ছাতা এবং নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে চকলেট রঙের এক সেট ফুল সাফারি এবং একটি ভি–গলা ফুল সোয়েটার পাবেন।

অন্যদিকে গ্রীষ্মকালে একজন নারী গাড়ি চালককে চকলেট রঙের হাফ সাফারি বা তিন সেট থ্রি পিস, দুই জোড়া চামড়ার জুতা, দুই জোড়া চামড়ার স্যান্ডেল, চার জোড়া মোজা, একটি লেডিস ছাতা এবং একটি নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে এক সেট ফুল সাফারি বা ফুল হাতা থ্রি পিস এবং একটি কার্ডিগান পাবেন।

এ ছাড়া কারিগরির একেকজন পুরুষ ও নারী কর্মচারী প্রতি দুই বছরের জন্য ৩৬ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক পাবেন। আগে কারিগরির পুরুষ কর্মচারীদের ২৭ হাজার ১৫০ টাকা এবং নারীদের ২৫ হাজার ৭৫০ টাকার সাজ–পোশাক দেওয়া হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত