Ajker Patrika

স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও ৪ খাত সংস্কারে কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২২: ২৮
স্বাস্থ্য ও গণমাধ্যমসহ আরও ৪ খাত সংস্কারে কমিশন গঠন

স্বাস্থ্য-গণমাধ্যমসহ আরও চার খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন চার কমিশনের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন চার কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন পরিবেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকেই কমিশন গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

স্বাস্থ্যবিষয়ক কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, গণমাধ্যম কমিশনের প্রধান কলামিস্ট কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন খান এবং নারী অধিকার কমিশনের প্রধান নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরীন পারভীন হক।

সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে ভবিষ্যতে কমিশন গঠনের সম্ভাবনার কথাও জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত