রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ২২: ০০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ মঙ্গলবার রাত ৮টার পরে বঙ্গভবনে যান জি এম কাদের। সোয়া ৯টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাপার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মওলা।

রাষ্ট্রপতির সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাশরুর মওলা। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে-আগামী নির্বাচনকে সামনে রেখেই জাপার চেয়ারম্যানকে ডেকেছেন রাষ্ট্রপতি। 

যদিও এই বৈঠককে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে মনে করছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক কোনো বিষয়ে এই বৈঠক হলে সে বিষয়ে অবশ্যই আমাকে জানানো হতো। যেহেতু আমাকে জানানো হয়নি, তাই সেখানে রাজনৈতিক বিষয় ছিল বলে মনে করছি না। আমার কাছে মনে হয় এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল।’

একই কথা বলছেন মাশরুর মওলাও। তিনি বলেন, ‘সৌজন্য সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যানকে ডেকেছিলেন। সেখানে আমিও ছিলাম।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত