আজকের পত্রিকা ডেস্ক
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ১ হাজার ৯৪ কেজির বেশি পলিথিন জব্দ এবং ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
টাঙ্গাইল: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পৌর শহরের দৈনিক বাজারের একটি গুদামে অভিযান চালান। এ সময় ৭০০ কেজি পলিথিন জব্দ এবং গুদামের মালিক মানিক সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম সন্তোষ বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ: শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার: চকরিয়া পৌরসভার কাঁচাবাজারে পলিথিন ব্যবহার ও বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও দেড় মণের বেশি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনও ফখরুল বলেন, জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পলিথিন ব্যবহার নিয়ে অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
কুমিল্লা: নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তাপর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচারের পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বরিশাল: নগরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এ সময় দোকানে পলিথিন ব্যাগ আছে কি না, তা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসক বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ১ হাজার ৯৪ কেজির বেশি পলিথিন জব্দ এবং ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
টাঙ্গাইল: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পৌর শহরের দৈনিক বাজারের একটি গুদামে অভিযান চালান। এ সময় ৭০০ কেজি পলিথিন জব্দ এবং গুদামের মালিক মানিক সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম সন্তোষ বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ: শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার: চকরিয়া পৌরসভার কাঁচাবাজারে পলিথিন ব্যবহার ও বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও দেড় মণের বেশি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনও ফখরুল বলেন, জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পলিথিন ব্যবহার নিয়ে অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
কুমিল্লা: নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তাপর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচারের পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বরিশাল: নগরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এ সময় দোকানে পলিথিন ব্যাগ আছে কি না, তা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসক বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতা
১৪ মিনিট আগেএস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক ইয়াছির আরাফাত সই করা তলবি চিঠি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের
৩৬ মিনিট আগেবাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু করতে চায় ইসলামাবাদ। এই বাবদে দেশটি বাংলাদেশকে অনুরোধও করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি
১ ঘণ্টা আগেডেঙ্গুতে এক দিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১৪ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে