আজকের পত্রিকা ডেস্ক
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ১ হাজার ৯৪ কেজির বেশি পলিথিন জব্দ এবং ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
টাঙ্গাইল: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পৌর শহরের দৈনিক বাজারের একটি গুদামে অভিযান চালান। এ সময় ৭০০ কেজি পলিথিন জব্দ এবং গুদামের মালিক মানিক সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম সন্তোষ বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ: শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার: চকরিয়া পৌরসভার কাঁচাবাজারে পলিথিন ব্যবহার ও বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও দেড় মণের বেশি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনও ফখরুল বলেন, জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পলিথিন ব্যবহার নিয়ে অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
কুমিল্লা: নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তাপর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচারের পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বরিশাল: নগরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এ সময় দোকানে পলিথিন ব্যাগ আছে কি না, তা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসক বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ১ হাজার ৯৪ কেজির বেশি পলিথিন জব্দ এবং ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
টাঙ্গাইল: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পৌর শহরের দৈনিক বাজারের একটি গুদামে অভিযান চালান। এ সময় ৭০০ কেজি পলিথিন জব্দ এবং গুদামের মালিক মানিক সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম সন্তোষ বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ: শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার: চকরিয়া পৌরসভার কাঁচাবাজারে পলিথিন ব্যবহার ও বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও দেড় মণের বেশি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনও ফখরুল বলেন, জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পলিথিন ব্যবহার নিয়ে অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
কুমিল্লা: নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তাপর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচারের পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বরিশাল: নগরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এ সময় দোকানে পলিথিন ব্যাগ আছে কি না, তা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসক বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক...
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেচলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
২ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ লিভ টু...
৩ ঘণ্টা আগে