প্রধান উপদেষ্টাকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ২৩: ৪২

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন কল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ মঙ্গলবার ফোন কলে তিনি ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানিয়েছেন। 

প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন কলার করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। ২০০৬ সালে শান্তিতে নোবেল জয়ী এ অর্থনীতিবিদের দীর্ঘদিনের বন্ধু প্রেসিডেন্ট এরদোয়ান। ড. ইউনূস এবং তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ান জাতিসংঘের হাই প্রোফাইল ফোরাম জিরো–ওয়েস্ট–এর সদস্য। 

ড. ইউনূস তুরস্কের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি। 

প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তিনি শিগগিরই পরিবর্তিত বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন।

তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন। ড. ইউনূস সুবিধাজনক সময়ে সফরে যাবেন বলে কথা দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট এরদোয়ানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং এরদোয়ান সে প্রস্তাব গ্রহণ করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত