মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ২২: ৪৫
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২২: ৫২

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অনুসন্ধান করে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইউ) এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. নাজিমুদ্দীন ও আবুল কাশেম সেলিম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনুননাহার সিদ্দিকা। এর আগে গত ১৫ জুলাই মেসার্স ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের স্বত্বাধিকারী এস এম রফিক রিটটি করেন।

আদেশের বিষয়ে আইনজীবী নাজিমুদ্দীন সাংবাদিকদের জানান, আদালত মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত