নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার বিষয়ে ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতির বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুটো বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে, সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র। আমরা এটাও বিশ্বাস করি, জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান করতে থাকেন, পুরো চিত্রটা যদি তাঁদের কাছে পরিষ্কার হয়, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের হোতা কারা সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।’
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন নাঈমুল ইসলাম খান। ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভল্কার তুর্ক বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে বিবৃতি দেন।
নাঈমুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমান কোটাবিরোধী আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের যে সংশয় প্রকাশ করেছেন, সে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরা গত ১৯ ও ২৫ জুলাই দুটো বিবৃতি দিয়েছেন। সেখানে তাঁরা সুনির্দিষ্ট মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন নাই, তাঁদের শঙ্কার কথা বলেছেন। কিন্তু পুরো ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী যে বিচার বিভাগীয় তদন্ত করছেন সেখানে তাঁরা কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী। আপনারা জানেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেই অফার গ্রহণ করেছেন। বলেছেন, জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিচার বিভাগীয় কাজে তদন্ত করার জন্য, জাতিসংঘ বা অন্য কোনো দেশ থেকেও সরকার কারিগরি সহায়তা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার বিষয়ে ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতির বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুটো বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে, সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র। আমরা এটাও বিশ্বাস করি, জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান করতে থাকেন, পুরো চিত্রটা যদি তাঁদের কাছে পরিষ্কার হয়, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের হোতা কারা সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।’
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন নাঈমুল ইসলাম খান। ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভল্কার তুর্ক বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে বিবৃতি দেন।
নাঈমুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমান কোটাবিরোধী আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের যে সংশয় প্রকাশ করেছেন, সে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরা গত ১৯ ও ২৫ জুলাই দুটো বিবৃতি দিয়েছেন। সেখানে তাঁরা সুনির্দিষ্ট মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন নাই, তাঁদের শঙ্কার কথা বলেছেন। কিন্তু পুরো ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী যে বিচার বিভাগীয় তদন্ত করছেন সেখানে তাঁরা কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী। আপনারা জানেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেই অফার গ্রহণ করেছেন। বলেছেন, জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিচার বিভাগীয় কাজে তদন্ত করার জন্য, জাতিসংঘ বা অন্য কোনো দেশ থেকেও সরকার কারিগরি সহায়তা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৯ ঘণ্টা আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
১০ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
১২ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে