নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পাসপোর্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করতেই পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা সম্পর্কিত শব্দগুলো তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহালই থাকছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাশাপাশি ভিন্ন পন্থায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার চিন্তা করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে ভ্রমণের ক্ষেত্রে বৈধ। তবে সম্প্রতি ইস্যুকৃত কিছু ই-পাসপোর্টে দেখা গেছে, সেখানে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’ লেখা। অর্থাৎ ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ’। ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি অনুপস্থিত। এ নিয়ে ইসরায়েলি পত্রিকার বরাত দিয়ে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
বিষয়টি স্পষ্ট করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আসলে বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইসরায়েল নীতিতে বাংলাদেশ সরকার তার অবস্থান পরিবর্তন করেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে করা টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। মূলত বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকুর অনুপস্থিতির কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে আমরা হতভম্ব। এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ বহির্দেশগুলোর সঙ্গে আমরাই যোগাযোগ রক্ষা করে চলি।
পাসপোর্ট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক শব্দগুলো উঠে গেলেও ভিন্ন পন্থায় ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগে আলোচনা করে কাজটি করলে এখন বেগ পেতে হতো না পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শিগগিরই এটি নিয়ে বৈঠক করে নিষেধাজ্ঞার ধরন নির্ধারণ করবে বাংলাদেশ। ইসরায়েলের বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
নতুন নিষেধাজ্ঞা ঘোষণার আগে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে ভ্রমণ করা যাবে কি–না জানতে চাইলে এ কূটনীতিক বলেন, প্রতি বছরই অনেক বাংলাদেশি দেশটিতে ভ্রমণ করেন। বাংলাদেশিরা সেখানে গেলে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে একটি ট্রাভেল ডকুমেন্টে সিল দেয় দেশটি। তবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে ভ্রমণ করা যাবে না।
সূত্র জানায়, ইসরায়েলের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্য ও ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আন্তমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
এদিকে ফিলিস্তিন বাংলাদেশের এ পদক্ষেপে বিভ্রান্ত হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, ফিলিস্তিনের এ সংকটমুহূর্তে ইসরায়েল বাংলাদেশের পদক্ষেপে কূটনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ এরই মধ্যে ফিলিস্তিনের কাছে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে।
ঢাকা: পাসপোর্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করতেই পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা সম্পর্কিত শব্দগুলো তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহালই থাকছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাশাপাশি ভিন্ন পন্থায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার চিন্তা করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে ভ্রমণের ক্ষেত্রে বৈধ। তবে সম্প্রতি ইস্যুকৃত কিছু ই-পাসপোর্টে দেখা গেছে, সেখানে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’ লেখা। অর্থাৎ ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ’। ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি অনুপস্থিত। এ নিয়ে ইসরায়েলি পত্রিকার বরাত দিয়ে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
বিষয়টি স্পষ্ট করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আসলে বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইসরায়েল নীতিতে বাংলাদেশ সরকার তার অবস্থান পরিবর্তন করেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে করা টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। মূলত বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকুর অনুপস্থিতির কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে আমরা হতভম্ব। এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ বহির্দেশগুলোর সঙ্গে আমরাই যোগাযোগ রক্ষা করে চলি।
পাসপোর্ট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক শব্দগুলো উঠে গেলেও ভিন্ন পন্থায় ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগে আলোচনা করে কাজটি করলে এখন বেগ পেতে হতো না পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শিগগিরই এটি নিয়ে বৈঠক করে নিষেধাজ্ঞার ধরন নির্ধারণ করবে বাংলাদেশ। ইসরায়েলের বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
নতুন নিষেধাজ্ঞা ঘোষণার আগে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে ভ্রমণ করা যাবে কি–না জানতে চাইলে এ কূটনীতিক বলেন, প্রতি বছরই অনেক বাংলাদেশি দেশটিতে ভ্রমণ করেন। বাংলাদেশিরা সেখানে গেলে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে একটি ট্রাভেল ডকুমেন্টে সিল দেয় দেশটি। তবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে ভ্রমণ করা যাবে না।
সূত্র জানায়, ইসরায়েলের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্য ও ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আন্তমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
এদিকে ফিলিস্তিন বাংলাদেশের এ পদক্ষেপে বিভ্রান্ত হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, ফিলিস্তিনের এ সংকটমুহূর্তে ইসরায়েল বাংলাদেশের পদক্ষেপে কূটনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ এরই মধ্যে ফিলিস্তিনের কাছে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৬ নভেম্বর) মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রশংসা করেছেন
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এ
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বন্দর নগরী চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেসনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তাঁর জামিনের বিষয়ে ভারতের দেওয়া বিবৃতির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ
৩ ঘণ্টা আগে