নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোতে একদিকে যেমন অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিছু কিছু যানবাহন ছুটছে বেপরোয়া গতিতে। তবে এর মাঝেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর চিত্র একেবারেই পাল্টে গেছে। সাধারণত যেখানে যানজটে নাকাল হতে হয়, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য।
শান্তিনগরে এক বাসযাত্রী কাশেম হাওলাদার বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শান্তিনগর মাত্র কয়েক মিনিটে চলে এসেছি। অথচ অন্য সময় এইটুকু রাস্তা আসতে ঘণ্টা পার হয়ে যেত। রাস্তায় কোথাও যানজট নেই, এক টানে চলে আসতে পেরেছি।’
গণপরিবহন চালকদের জন্য যদিও রাস্তা ফাঁকা থাকাটা স্বস্তির, তবে যাত্রী সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। খিলগাঁও জোড়পুকুরের লেগুনা চালক জালাল মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নাই তেমন। একটা গাড়ি ভরতে ঘণ্টারও বেশি সময় লাগতেছে।’
ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে ভুগছেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস চালকেরাও। পল্টন এলাকায় এক চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফাঁকা রাস্তায় গাড়ি চালাইতে ভালোই লাগতেছে। কিন্তু যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসেও তেমন ট্রিপ আসছে না।’
যানজটমুক্ত শহরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। পরিবার নিয়ে তেজগাঁও থেকে হাতিরঝিলে ঘুরতে আসা আসমা আক্তার বলেন, ‘অন্যান্য দিনেও ঘুরতে আসা হয় এখানে, কিন্তু আজকে গাড়িও কম, মানুষও খুব বেশি নাই। তাই পরিবার নিয়ে এখানে আসা।’
তবে ফাঁকা রাজধানীতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম রাস্তায় আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোতে একদিকে যেমন অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিছু কিছু যানবাহন ছুটছে বেপরোয়া গতিতে। তবে এর মাঝেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর চিত্র একেবারেই পাল্টে গেছে। সাধারণত যেখানে যানজটে নাকাল হতে হয়, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য।
শান্তিনগরে এক বাসযাত্রী কাশেম হাওলাদার বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শান্তিনগর মাত্র কয়েক মিনিটে চলে এসেছি। অথচ অন্য সময় এইটুকু রাস্তা আসতে ঘণ্টা পার হয়ে যেত। রাস্তায় কোথাও যানজট নেই, এক টানে চলে আসতে পেরেছি।’
গণপরিবহন চালকদের জন্য যদিও রাস্তা ফাঁকা থাকাটা স্বস্তির, তবে যাত্রী সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। খিলগাঁও জোড়পুকুরের লেগুনা চালক জালাল মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নাই তেমন। একটা গাড়ি ভরতে ঘণ্টারও বেশি সময় লাগতেছে।’
ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে ভুগছেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস চালকেরাও। পল্টন এলাকায় এক চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফাঁকা রাস্তায় গাড়ি চালাইতে ভালোই লাগতেছে। কিন্তু যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসেও তেমন ট্রিপ আসছে না।’
যানজটমুক্ত শহরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। পরিবার নিয়ে তেজগাঁও থেকে হাতিরঝিলে ঘুরতে আসা আসমা আক্তার বলেন, ‘অন্যান্য দিনেও ঘুরতে আসা হয় এখানে, কিন্তু আজকে গাড়িও কম, মানুষও খুব বেশি নাই। তাই পরিবার নিয়ে এখানে আসা।’
তবে ফাঁকা রাজধানীতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম রাস্তায় আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ রোববার এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘‘ওয়াক্ফ’’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐত
১ ঘণ্টা আগেএসএসএফের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী তাসরিন মুজিবের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও জাতীয় সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন...
১ ঘণ্টা আগেতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ নিয়ে টানা দুই মাস এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলো। গত ২ মাসে ১২ কেজির এলপিজির সিলিন্ডারের সংস্থাটির বেঁধে দেওয়া দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা।
১ ঘণ্টা আগে২০১৮ সালে জাতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুদকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। দুদকের হটলাইন সেবা উদ্বোধনকালেও তাঁর সঙ্গে কাজ করে কমিশন। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে ২০২২ সালে সাকিবের সঙ্গে চুক্তি না রাখার কথা জানায় তৎকালীন ড. মঈনউদ্দীন আব্দুল্লাহর...
২ ঘণ্টা আগে