নেত্রকোনা প্রতিনিধি
ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি এবং এক আসনের জন্য যাত্রীদের ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ঢাকা-মোহনগঞ্জে চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে কালোবাজারির মাধ্যমে প্রতি টিকিট ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে থাকা মহুয়া কমিউটার ট্রেনের কাউন্টারে অভিযান চালায় প্রশাসন।
আজ শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এই অভিযান পরিচালনা করেন। এ সময় থানার কয়েকজন পুলিশ সদস্য তাঁর সঙ্গে ছিলেন।
অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রেনের টিকিট মাস্টার মিনহাজকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে ঢাকাগামী যাত্রীদের একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ট্রেনে মোহনগঞ্জের জন্য বরাদ্দ ২০০ সিটের মধ্যে ৩০টি এভাবে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে বাইরে ছেড়ে দেন কাউন্টার-সংশ্লিষ্টরা। বাইরে ট্রেনের প্রতি টিকিট কালোবাজারির মাধ্যমে ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। পরে অভিযানে সত্যতা পেয়ে কাউন্টার মাস্টারকে জরিমানা করা হয়।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে শনিবার দুপুরে পৌর শহরের বাস ও সিএনজিস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করায় একটি সিএনজিচালিত অটোরিকশার মালিককে ১ হাজার টাকা ও একটি বাসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের যথাযথ ভাড়ায় যাত্রী পরিবহন করতে বলা হয়।
অভিযানের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ২০০ টিকিটের মধ্যে মাত্র ৩০টি কাউন্টার থেকে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে ছেড়ে দিয়েছে। সেই টিকিটগুলোর প্রতিটি ৬০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। যদিও এমনিতে প্রতি টিকিটের দাম ১০৫ টাকা। এদিকে কাউন্টার থেকে একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে যাত্রীদের বাধ্য করা হচ্ছিল। এসবের সত্যতা পেয়ে কাউন্টারমাস্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এমন কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এম এ কাদের আরও বলেন, জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়েছে। নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। যাত্রীদেরও ভাড়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
আরও খবর পড়ুন:
ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি এবং এক আসনের জন্য যাত্রীদের ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ঢাকা-মোহনগঞ্জে চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে কালোবাজারির মাধ্যমে প্রতি টিকিট ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে থাকা মহুয়া কমিউটার ট্রেনের কাউন্টারে অভিযান চালায় প্রশাসন।
আজ শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এই অভিযান পরিচালনা করেন। এ সময় থানার কয়েকজন পুলিশ সদস্য তাঁর সঙ্গে ছিলেন।
অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রেনের টিকিট মাস্টার মিনহাজকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে ঢাকাগামী যাত্রীদের একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ট্রেনে মোহনগঞ্জের জন্য বরাদ্দ ২০০ সিটের মধ্যে ৩০টি এভাবে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে বাইরে ছেড়ে দেন কাউন্টার-সংশ্লিষ্টরা। বাইরে ট্রেনের প্রতি টিকিট কালোবাজারির মাধ্যমে ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। পরে অভিযানে সত্যতা পেয়ে কাউন্টার মাস্টারকে জরিমানা করা হয়।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে শনিবার দুপুরে পৌর শহরের বাস ও সিএনজিস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করায় একটি সিএনজিচালিত অটোরিকশার মালিককে ১ হাজার টাকা ও একটি বাসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের যথাযথ ভাড়ায় যাত্রী পরিবহন করতে বলা হয়।
অভিযানের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ২০০ টিকিটের মধ্যে মাত্র ৩০টি কাউন্টার থেকে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে ছেড়ে দিয়েছে। সেই টিকিটগুলোর প্রতিটি ৬০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। যদিও এমনিতে প্রতি টিকিটের দাম ১০৫ টাকা। এদিকে কাউন্টার থেকে একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে যাত্রীদের বাধ্য করা হচ্ছিল। এসবের সত্যতা পেয়ে কাউন্টারমাস্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এমন কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এম এ কাদের আরও বলেন, জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়েছে। নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। যাত্রীদেরও ভাড়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
আরও খবর পড়ুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর) আজ সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব। ইতিমধ্যে কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
১ ঘণ্টা আগেচুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আল ইমরান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের সরকারি ছাগলফার্মের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ (৫০) নামের এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেরাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
৭ ঘণ্টা আগে