নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রওশন এরশাদের সঙ্গে কোনো সময় দ্বন্দ্ব ছিল না, এখনো কোনো দ্বন্দ্ব নেই দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘রওশন এরশাদ আমার ভাবি। আমার ভাইকে (এইচ এম এরশাদ) আমরা বাবার মতো শ্রদ্ধা করতাম। সেই হিসেবে বয়সে যা-ই হোক, ভাবিকে আমরা মায়ের মতোই দেখেছি ছোটবেলা থেকে।’
আজ বুধবার সন্ধ্যায় তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জি এম কাদের ভারত সফরে থাকাকালে গতকাল মঙ্গলবার নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। যদিও পরে রওশন এরশাদ এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
এই প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি বিশ্বাস করি উনি (রওশন এরশাদ) এটা করেননি। তাঁকে দিয়ে যারা এটা করানোর চেষ্টা করেছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র সই করানো হচ্ছে, ওনার কাছ থেকে বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে, উনি এগুলো নিজের ইচ্ছায় বা জেনেশুনে দিচ্ছেন না।’
জাতীয় পার্টিকে দুর্বল করার জন্যই একটি পক্ষ এই কাজ করছে অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘এটা করার উদ্দেশ্যই হলো জাতীয় পার্টিকে দুর্বল করা। কিছু লোক দেবর-ভাবির দ্বন্দ্ব ইত্যাদি বলে বলে বিভিন্নভাবে উসকে দিচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমনটা করা হচ্ছে। শুধু নেতা-কর্মী নয়, এসব বলে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তীব্র ভাষায় এর নিন্দা জানাই।’
ভারত সফর প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে—সেটি বিস্তারিত কিছু বলতে পারব না। তাঁরা যদি প্রকাশ করতে চান, করবেন। কিন্তু তাঁদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।’
রওশন এরশাদের সঙ্গে কোনো সময় দ্বন্দ্ব ছিল না, এখনো কোনো দ্বন্দ্ব নেই দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘রওশন এরশাদ আমার ভাবি। আমার ভাইকে (এইচ এম এরশাদ) আমরা বাবার মতো শ্রদ্ধা করতাম। সেই হিসেবে বয়সে যা-ই হোক, ভাবিকে আমরা মায়ের মতোই দেখেছি ছোটবেলা থেকে।’
আজ বুধবার সন্ধ্যায় তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জি এম কাদের ভারত সফরে থাকাকালে গতকাল মঙ্গলবার নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। যদিও পরে রওশন এরশাদ এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
এই প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি বিশ্বাস করি উনি (রওশন এরশাদ) এটা করেননি। তাঁকে দিয়ে যারা এটা করানোর চেষ্টা করেছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র সই করানো হচ্ছে, ওনার কাছ থেকে বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে, উনি এগুলো নিজের ইচ্ছায় বা জেনেশুনে দিচ্ছেন না।’
জাতীয় পার্টিকে দুর্বল করার জন্যই একটি পক্ষ এই কাজ করছে অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘এটা করার উদ্দেশ্যই হলো জাতীয় পার্টিকে দুর্বল করা। কিছু লোক দেবর-ভাবির দ্বন্দ্ব ইত্যাদি বলে বলে বিভিন্নভাবে উসকে দিচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমনটা করা হচ্ছে। শুধু নেতা-কর্মী নয়, এসব বলে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তীব্র ভাষায় এর নিন্দা জানাই।’
ভারত সফর প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে—সেটি বিস্তারিত কিছু বলতে পারব না। তাঁরা যদি প্রকাশ করতে চান, করবেন। কিন্তু তাঁদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।’
শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসরেরা এখনো দেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণকালে এ্যানী এই অভিযোগ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু সভাপতিত্ব করেন।
৩ ঘণ্টা আগেতাঁর (শেখ হাসিনা) অনেকগুলো মামলা আছে। এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটার সমাধান হতেই থাকবে। কিন্তু এই বিচারিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনেরও কোনো সম্পর্ক নাই...
৩ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএসি) কমিটি থেকে ‘শিবির’ ট্যাগিংয়ের মাধ্যমে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা আহমেদ।
৪ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
১ দিন আগে