ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ ওঠায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের কোনো পক্ষে নির্বাচনী প্রচারে অংশ না নিতে সতর্ক করেন।
জানা যায়, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ ওঠে ডজনখানেক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকে সরাসরি প্রচারে অংশ নেন। কেউ কেউ নৌকা প্রতীকে ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দেন। আবার অনেকে মিছিল ও সমাবেশ করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন। কোনো কোনো স্বাস্থ্যকর্মী অকপটে স্বীকারও করেন, তাঁরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। নির্বাচনী প্রচারে অংশও নিচ্ছেন। কেউ কেউ দাম্ভিকতার সুরে জানান, নৌকাযোগে ভোট চাওয়ায় তাঁদের বিরুদ্ধে যে যা করতে পারলে করুক। এতে তাঁদের কোনো সমস্যা নেই।
সরকারি চাকরিজীবী হয়ে স্বাস্থ্যকর্মীরা নৌকা প্রতীকের প্রচারে অংশ নেওয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার অভিযোগ তোলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদের প্রধান নির্বাচনী এজেন্ট দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন এবং কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমন্বয়ক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর।
অভিযুক্ত স্বাস্থ্যকর্মীরা হলেন উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও জামালপুর জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি আসাদুল হক দুলাল, একই ইউনিয়নের পোড়ারচর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. জিয়াউল হক এবং চন্দনপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আশিকুল হক হেলাল।
এ নিয়ে আজ আজকের পত্রিকায় খবর প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজর আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, ‘সরকারি চাকরিজীবী হয়ে স্বাস্থ্যকর্মীরা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করতে পারে না। এটা সরকারি চাকরিজীবী শৃঙ্খলা পরিপন্থী। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। এরপর অংশ নেওয়ার বিষয়ে প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী ভোট গ্রহণের দায়িত্ব পেয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ নেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করে।
জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ ওঠায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের কোনো পক্ষে নির্বাচনী প্রচারে অংশ না নিতে সতর্ক করেন।
জানা যায়, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ ওঠে ডজনখানেক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকে সরাসরি প্রচারে অংশ নেন। কেউ কেউ নৌকা প্রতীকে ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দেন। আবার অনেকে মিছিল ও সমাবেশ করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন। কোনো কোনো স্বাস্থ্যকর্মী অকপটে স্বীকারও করেন, তাঁরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। নির্বাচনী প্রচারে অংশও নিচ্ছেন। কেউ কেউ দাম্ভিকতার সুরে জানান, নৌকাযোগে ভোট চাওয়ায় তাঁদের বিরুদ্ধে যে যা করতে পারলে করুক। এতে তাঁদের কোনো সমস্যা নেই।
সরকারি চাকরিজীবী হয়ে স্বাস্থ্যকর্মীরা নৌকা প্রতীকের প্রচারে অংশ নেওয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার অভিযোগ তোলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদের প্রধান নির্বাচনী এজেন্ট দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন এবং কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমন্বয়ক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর।
অভিযুক্ত স্বাস্থ্যকর্মীরা হলেন উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও জামালপুর জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি আসাদুল হক দুলাল, একই ইউনিয়নের পোড়ারচর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. জিয়াউল হক এবং চন্দনপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আশিকুল হক হেলাল।
এ নিয়ে আজ আজকের পত্রিকায় খবর প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজর আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, ‘সরকারি চাকরিজীবী হয়ে স্বাস্থ্যকর্মীরা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করতে পারে না। এটা সরকারি চাকরিজীবী শৃঙ্খলা পরিপন্থী। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। এরপর অংশ নেওয়ার বিষয়ে প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী ভোট গ্রহণের দায়িত্ব পেয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ নেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করে।
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১০ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১২ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১৬ ঘণ্টা আগে