অন্ধ ভিক্ষুকের কাছেও চাঁদা তোলে আ. লীগের লোকেরা: জিএম কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০: ৩১

আওয়ামী লীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের লোকেরা ফুটপাত থেকে চাঁদা তুলছে। তারা অন্ধ ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা তোলে। চাঁদার জন্য রাস্তাগুলো বিপণন কেন্দ্র করে ফেলেছে। কোটি কোটি টাকা চাঁদা তুলে আবার বণ্টন হয়।’

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও স্মরণসভায় জিএম কাদের এসব কথা বলেন। 

জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এদিন রাজধানীসহ দেশব্যাপী দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে জাতীয় পার্টি। 

‘দেশে গণতন্ত্রের পরিবর্তে আওয়ামীতন্ত্র চলছে’ এম মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘ডেমোক্রেসির বিপরীতে আওয়ামীক্রেসি চলছে। যেখানে গভর্নমেন্ট অব দ্য আওয়ামী লীগ, গভর্নমেন্ট বাই দ্য আওয়ামী লীগ এবং গভর্নমেন্ট ফর দ্য আওয়ামী লীগ। এটা কখনোই ডেমোক্রেসি হতে পারে না। আমরা চাই, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যে সরকার নিজেই নিজের ফলাফল ঘোষণা করতে পারে, তাকে নির্বাচিত সরকার বলা যায় না।’

‘তত্ত্বাবধায়ক সরকার’ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে বলেছিলেন, আমরা চিরস্থায়ী ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছেন। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন সংবিধানসম্মত ছিল না। পরবর্তীতে সংসদে এর বৈধতা দেওয়া হয়েছে। ২০০৮ সালে ওয়ান ইলেভেনের সময় অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল তাও সংবিধানসম্মত ছিল না। আবারও নবম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত