সংস্কারের জন্য সরকারকে যুক্তিসংগত সময় দিতে হবে: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: আজকের পত্রিকা

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘বিগত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এ জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তিসংগত সময় দিতে হবে।’

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, কিছু কিছু লোক দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। দেশকে রক্ষায় বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগোবে। এ সময় তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হতে পারে না উল্লেখ করে বলেন, স্বৈরাচারী মনভাবের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তাঁরা মানুষকে মানুষ মনে করেনি। এখনো তাঁরা জনগণকে হেয় করে বিবৃতি দিচ্ছে।

সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ডক্টর রেদোয়ান আহমেদকে মহাসচিব করে ২৫১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘেষেণা করেছে দলটি। সন্ধ্যায় নতুন কমিটি ঘোষণা করেন অলি আহমদ।

কমিটিতে মো. নুরুল আলম, ডক্টর নেয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, সৈয়দ মাহামুদ মোরশেদ, কে কিউ ই সাকলায়েন, মো. হামিদুর রহমান খান, অ্যাডভোকেট চৌধুরী এ. এম খায়রুল কবির খান পাঠান ও অধ্যাপক ওমর ফারুককে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

এ ছাড়া অধ্যাপক ডক্টর এম এ গফুর, সিরাজ হক সিরাজ, জাফর আহমদ চৌধুরী, মোকফার উদ্দিন চৌধুরী (মাহে আলম), জাহাঙ্গীর রেজা চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন সাবেক পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ইলিয়াছ তালুকদার, এ কে এম শামশুল হক, অ্যাডভোকেট মো. মোকলেসুর রহমান, অধ্যক্ষ আবদুস সালাম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপিকা শামসুন নাহার সিদ্দিকা, সৈয়দ নাজমুল আরেফিন ইসলাম (কামাল), ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আজিজ, এ. টি. এম. জাহিদ হাসনাত বুলবুল ও আশেকুল ইসলাম পানু।

যুগ্ম মহাসচিব করা হয়েছে বিল্লাল হোসেন মিয়াজী, সালাহ উদ্দীন রাজ্জাক, রিয়াসাদ উদ্দিন, অ্যাডভোকেট আবুল হাশেম ভূঁইয়া, অ্যাডভোকেট উম্মে শাহিদা মাহাফুজা হককে। এ ছাড়া কমিটিতে অধ্যক্ষ মাহবুবুর রহমানকে দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব), ওমর ফারুক সুমনকে সহ-দপ্তর সম্পাদক এবং অধ্যক্ষ আবু তাহের, সাইদুর রহমান রূপা চৌধুরী, এস, এম শফিউল আজম জুয়েল, মোহাম্মদ সোলায়মান হোসেন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট এইচ এম নুরে আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত