Ajker Patrika

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ২২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

এর আগে আওয়ামী লীগ নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, সুজিত রায় নন্দী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের বিরুদ্ধে চলা দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। শহীদ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।

নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ৷ কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তি এই এগিয়ে চলা বাধাগ্রস্ত করতে চায়। বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে ৷ তবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এই লড়াই চলতে থাকবে৷

নানক বলেন, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সামগ্রিকভাবে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে বিভিন্ন দেশ এই খুনিদের ফেরত দিতে চাইছে না। শেখ হাসিনার নেতৃত্বে এই খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত