হেফাজতের জরুরি বৈঠকে আলোচনায় নেই মামুনুল প্রসঙ্গ

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৯: ৩৯
আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৯: ৫২

রোববার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশ জরুরি বৈঠক হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এ সভা চলে বিকাল ৪টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এসময় বাবুনগরী বলেন, করোনা পরিস্থিতির অবনতি আর লকডাউনের কথা বলে কোন কওমি মাদ্রাসা বন্ধ করা যাবে না। বৈঠকে মামুনুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সাম্প্রতিক কর্মকাণ্ড কিংবা তাকে বহিষ্কারের বিষয়ে কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বাবুনগরী আরও বলেন, মাদ্রাসা হেফজখানায় দ্বীনি শিক্ষা দেয়া হয়, হাদিস কোরআন পাঠ করানো হয়। ফলে কোরআনের বরকতে মাদ্রাসায় করোনা আসবে না। এখন পর্যন্ত কোন মাদ্রাসা ছাত্র, কোন বড় হুজুর করোনা আক্রান্ত হয়নি। যারা করোনাকে ভয় পায়, করোনা তাদের ধরে। মসজিদে নামাজ, রমজানে তারাবিও বন্ধ শরীয়ত বিরোধী কথা। এসব বন্ধ করা যাবে না।

সভায় হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয়রা। এরপর সেখান থেকে হেফাজতের নেতাকর্মীরা মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামুনুলের দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে এবং এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ বিষয়ে মামুনুল বেশ কয়েকবার লাইভে এসে ব্যাখ্যা দিলেও তা নিয়ে এখনো বিতর্ক চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত