নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারপর নির্বাচন। এর আগে কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, 'নির্বাচন একটা হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ নির্বাচন কমিশন সেই নির্বাচন অনুষ্ঠান করবে। সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না।'
বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক দফায় এগিয়ে যেতে হবে। সামনে একটাই ইস্যু। সেটা হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।
তাঁর মতে, বর্তমান সরকারের অধীনে সেই নির্বাচন সম্ভব নয়। তাঁর ভাষায়, 'শেখ হাসিনাকে রেখে ফেরেশতা এনে কমিশন (নির্বাচন কমিশন) করা হলেও নির্বাচন সুষ্ঠু হবে না।' এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এই সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারপর নির্বাচন। এর আগে কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, 'নির্বাচন একটা হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ নির্বাচন কমিশন সেই নির্বাচন অনুষ্ঠান করবে। সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না।'
বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক দফায় এগিয়ে যেতে হবে। সামনে একটাই ইস্যু। সেটা হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।
তাঁর মতে, বর্তমান সরকারের অধীনে সেই নির্বাচন সম্ভব নয়। তাঁর ভাষায়, 'শেখ হাসিনাকে রেখে ফেরেশতা এনে কমিশন (নির্বাচন কমিশন) করা হলেও নির্বাচন সুষ্ঠু হবে না।' এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এই সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
২ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
৪ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
৭ ঘণ্টা আগে