Ajker Patrika

রাতে খালেদা জিয়াকে দেখতে যাবেন গণতন্ত্র মঞ্চের নেতারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ১২
রাতে খালেদা জিয়াকে দেখতে যাবেন গণতন্ত্র মঞ্চের নেতারা 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আজ রাত সাড়ে ৯টার দিকে মঞ্চের শীর্ষ নেতাদের হাসপাতালে যাওয়ার কথা রয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মঞ্চের নেতাদের মধ্যে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম হাসপাতালে যাবেন বলে জানান শায়রুল।

গত ৯ আগস্ট থেকে হাসপাতালে আছেন খালেদা জিয়া। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে তাঁর। দেশের চিকিৎসাকেন্দ্রগুলো খালেদা জিয়ার অসুখ সারানোর জন্য যথেষ্ট নয় জানিয়ে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু এ ব্যাপারে সরকারের অনুমতি মিলছে না।

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও নির্বাহী আদেশে কারাগারের পরিবর্তে বাসায় থাকার সুযোগ পেয়েছেন তিনি। এরই মধ্যে সপ্তম দফায় তাঁর বাসায় থাকার এই মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। যদিও এর আগে বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আবেদন করে তাঁর পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত