বিএনপি বাংলাদেশে গায়েবানা আন্দোলন করছে: ছাত্রলীগ সভাপতি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২২: ১৬
Thumbnail image

দেশের মানুষের জান-মাল নিয়ে বিএনপি ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার’ প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

সাদ্দাম হোসেন বলেন, ‘তারা (বিএনপি) অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর উত্তরসূরি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রাজারবাগ পুলিশ হাসপাতালে তাণ্ডব চালিয়েছে। মানুষের জান-মাল নিয়ে অনেক ছেলেখেলা দেখেছি। মানুষের জীবনকে দুধভাত মনে করে, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখেছি। আর আমরা শুধুমাত্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকব না, প্রতিরোধ গড়ে তুলে বিএনপির পরাজয় নিশ্চিত করেই আমাদের দায়িত্ব সমাপ্ত করব।’ 

তারেক জিয়া যে স্ট্যাটাস অনলি মি করে রেখেছে, সেটি হলো—আমি আর বাংলাদেশে যাব না, কে যাবে জানাচ্ছি বলে মন্তব্য করেন সাদ্দাম। 

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘গায়েবানা জানাজা নামাজের কথা শুনেছি। বিএনপি বাংলাদেশে গায়েবানা আন্দোলন করছে। আন্দোলনের নেতা তারেক লন্ডনে পলাতক অবস্থায় থেকে বিত্ত, বৈভব বিলাসের মধ্যে থেকে মনোনয়ন বাণিজ্যের টাকা লন্ডনে পাচার হবে সেই আশায় আন্দোলন-আন্দোলন করে বাংলার মানুষের সঙ্গে তামাশা করে যাচ্ছে। বিএনপি প্রহসনের নামে হরতাল ডেকেছে। তারা পুলিশ, সাধারণ মানুষসহ সাংবাদিকদের পিটিয়েছে। তাদের এই নারকীয় তাণ্ডবে জনতার সামনে তাদের আসল মুখোশ উন্মোচিত হয়েছে।’ 

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ‘বেগম জিয়া ছিলেন এনিমি অব ডেমোক্রেসি, তথা গণতন্ত্রের শত্রু। আর বর্তমানে বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যেভাবে তামাশা করছে, বাংলাদেশকে বিদেশের কাছে মুক্ত হস্তে দান করতে চাচ্ছে। তারা গণতন্ত্রকে নিয়ে ব্যবসা করছে। আমাদের সতর্ক থাকতে হবে। অতীতেও গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আমরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আমাদের সচেষ্ট থাকতে হবে।’ 

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল কুণ্ড, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজসহ রাজধানীর বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত