যে কোনো ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯: ১১

যে কোনো ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনের জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। শাওন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, তাঁর এই আত্মত্যাগ বৃথা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

পরে নিহত যুবদল কর্মীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিবসহ দলীয় নেতা কর্মীরা। জানাজায় আরও উপস্থিত ছিলেন, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ অন্যরা।

এদিকে, জানাজার আগে বিএনপি কর্মীদের দুই গ্রুপ ধস্তাধস্তিতে জড়ান। পরে কয়েকজন নেতা এসে পরিস্থিতি শান্ত করেন। জানাজার আগে থেকেই নয়াপল্টনের এক পাশের সড়ক বন্ধ করে দেন বিএনপির নেতা কর্মীরা। আর মাগরিবের নামাজের সময় সড়কের দুপাশই বন্ধ করে দেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীদের কেউ কেউ বিএনপি নেতা কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। তবে এ সময় বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো হস্তক্ষেপ করেনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত