মোদিকে অভিনন্দন জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ২১: ০৯
আপডেট : ০৯ জুন ২০২৪, ২১: ৪১

ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র দামোদর দাস মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

আজ রোববার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে অভিনন্দন জানান তিনি। 

অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ভারত বিশ্ব রাজনীতিতে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়েছে।’ 

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বন্ধুপ্রতিম দুটি দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরালো হবে বলে আশা করেন গোলাম মোহাম্মদ কাদের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত