নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আদাবর এলাকা থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পাঁচজন নেতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী নিষ্ঠুর সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বেপরোয়া নিষ্ঠুর আচরণে এটি পরিষ্কার যে, বিরোধী নেতা কর্মীদের স্থান কেবলমাত্র কারাগার, অন্য কোথাও নয়। সরকার তাদের ভয়াবহ দু: শাসনের কারণে বেগতিক হয়ে এখন চারদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতা কর্মীদের জিম্মি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পন্থা বেছে নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অন্তহীনভাবে বিএনপি এবং বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে সরকার। দিন যতই অতিবাহিত হচ্ছে ভোটারবিহীন সরকারের জিঘাংসার মাত্রা ততই ভয়াবহ রূপ ধারণ করছে। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী নিষ্ঠুর সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে।’
আওয়ামী দুঃশাসনে জনগণের তীব্র ক্ষোভের মুখে সরকার এখন বিএনপিসহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর জুলুমের মাত্রা বৃদ্ধিতে বেপরোয়া হয়ে উঠেছে জানিয়ে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজধানীর আদাবর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট এবং কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ কবির চান্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ংকর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল পড়ছে বিএনপিসহ বিরোধী নেতা কর্মীদের ওপর। সে জন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভৎস বিকৃত রূপ ফুলে ফেঁপে উঠেছে। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে।’
এই অবস্থা থেকে উত্তরণে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে গ্রেপ্তার নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।
রাজধানীর আদাবর এলাকা থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পাঁচজন নেতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী নিষ্ঠুর সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বেপরোয়া নিষ্ঠুর আচরণে এটি পরিষ্কার যে, বিরোধী নেতা কর্মীদের স্থান কেবলমাত্র কারাগার, অন্য কোথাও নয়। সরকার তাদের ভয়াবহ দু: শাসনের কারণে বেগতিক হয়ে এখন চারদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতা কর্মীদের জিম্মি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পন্থা বেছে নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অন্তহীনভাবে বিএনপি এবং বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে সরকার। দিন যতই অতিবাহিত হচ্ছে ভোটারবিহীন সরকারের জিঘাংসার মাত্রা ততই ভয়াবহ রূপ ধারণ করছে। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী নিষ্ঠুর সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে।’
আওয়ামী দুঃশাসনে জনগণের তীব্র ক্ষোভের মুখে সরকার এখন বিএনপিসহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর জুলুমের মাত্রা বৃদ্ধিতে বেপরোয়া হয়ে উঠেছে জানিয়ে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজধানীর আদাবর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট এবং কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ কবির চান্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ংকর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল পড়ছে বিএনপিসহ বিরোধী নেতা কর্মীদের ওপর। সে জন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভৎস বিকৃত রূপ ফুলে ফেঁপে উঠেছে। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে।’
এই অবস্থা থেকে উত্তরণে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে গ্রেপ্তার নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
২ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
২ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
৪ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
৭ ঘণ্টা আগে