নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে কারা সরকার গঠন করবে প্রজাতন্ত্রের মালিক হিসেবে দেশের মানুষ, বিশেষ করে ভোটাররাই তা নির্ধারণ করবে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘অতি বামরা আমাকে উৎখাত করতে চায়। সে জন্য আন্দোলন করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার পরে কে?’ এ বিষয়ে এক প্রশ্নের প্রেক্ষিতে সাইফুল হক বলেন, ‘গণতান্ত্রিক সমাজে একটা অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়ে সরকার গঠন করেন তা নিয়ে তখন কারও আপত্তি থাকবে না।। কারা বিজয়ী হবে এটা জনগণ ঠিক করবে। তারা তাদের নেতা, সরকার তারা নির্বাচন করবেন। একটা গণতান্ত্রিক সমাজে এর বাইরে অন্য কোনো পথ নেই।’
এ সময় তিনি জানান, কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউই ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিতে সরকার ও আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রীর সরকার ও তার দল আওয়ামী লীগকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার।
পৃথিবীর সকল স্বৈরশাসকের মনে করে তাদের বিকল্প আর কেউ নেই এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘আইয়ুব খান, এরশাদরা একসময় এমন মনে করেছে। বাস্তবে গণসংগ্রামের মধ্য দিয়ে মানুষ তার নেতা নির্বাচন করে। আমরা আশা করি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এইটুকু রাজনৈতিক চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে।’
বর্তমান সরকারের অপরাধ প্রসঙ্গে তিনটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রথমত; সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত; দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছেন। তৃতীয়ত; দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ দুর্বল ও ভঙ্গুর করে দিয়ে দেশের অবশিষ্ট বহুত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছেন।
তিনি বলেন, ৭ জানুয়ারির কথিত ডামি নির্বাচন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সে কারণে এই সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সংকট তত বৃদ্ধি পাবে। কালক্ষেপণ না করে বিদ্যমান গভীর রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল অচিরেই কার্যকরী বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে কারা সরকার গঠন করবে প্রজাতন্ত্রের মালিক হিসেবে দেশের মানুষ, বিশেষ করে ভোটাররাই তা নির্ধারণ করবে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘অতি বামরা আমাকে উৎখাত করতে চায়। সে জন্য আন্দোলন করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার পরে কে?’ এ বিষয়ে এক প্রশ্নের প্রেক্ষিতে সাইফুল হক বলেন, ‘গণতান্ত্রিক সমাজে একটা অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়ে সরকার গঠন করেন তা নিয়ে তখন কারও আপত্তি থাকবে না।। কারা বিজয়ী হবে এটা জনগণ ঠিক করবে। তারা তাদের নেতা, সরকার তারা নির্বাচন করবেন। একটা গণতান্ত্রিক সমাজে এর বাইরে অন্য কোনো পথ নেই।’
এ সময় তিনি জানান, কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউই ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিতে সরকার ও আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রীর সরকার ও তার দল আওয়ামী লীগকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার।
পৃথিবীর সকল স্বৈরশাসকের মনে করে তাদের বিকল্প আর কেউ নেই এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘আইয়ুব খান, এরশাদরা একসময় এমন মনে করেছে। বাস্তবে গণসংগ্রামের মধ্য দিয়ে মানুষ তার নেতা নির্বাচন করে। আমরা আশা করি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এইটুকু রাজনৈতিক চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে।’
বর্তমান সরকারের অপরাধ প্রসঙ্গে তিনটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রথমত; সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত; দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছেন। তৃতীয়ত; দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ দুর্বল ও ভঙ্গুর করে দিয়ে দেশের অবশিষ্ট বহুত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছেন।
তিনি বলেন, ৭ জানুয়ারির কথিত ডামি নির্বাচন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সে কারণে এই সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সংকট তত বৃদ্ধি পাবে। কালক্ষেপণ না করে বিদ্যমান গভীর রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল অচিরেই কার্যকরী বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ।
বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক কর্মসূচিতে এ দাবি জানিয়েছে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো এই রাজনীতি করা হয়, তাহল
৮ ঘণ্টা আগেক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
১৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১ দিন আগে