বুধবার থেকে টানা চার দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১৭: ২২
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৭: ৩৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে টানা চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আগামী 
বুধবার সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ হবে।

সরকারের পদত্যাগের এক দফার কর্মসূচির কথা জানিয়ে তিনি বলেন, অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। শনিবার সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২৮ জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপির প্রায় ৫৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সারা দেশে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায় প্রায় ৮৫০ জন বিএনপি নেতা–কর্মী আহত হয়েছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে যেভাবে নির্বাচনী মাঠ শূন্য করার কৌশল গ্রহণ করেছিল নিশিরাতের সরকার, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের গুম করা, গায়েবি মামলা দেওয়া, গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা ইত্যাদি খেলায় আবারও মেতে উঠেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত