নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের রাজনীতির মাঠে কেবল খেলার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খেলা পুরোদমে শুরু হলে বিএনপির গণজোয়ার হারিয়ে যাবে বলেও দাবি করেন তিনি। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে এসব কথা বলেন কাদের।
বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা তো এখনো শুরু করেনি। মাত্র সূচনা। খেলা যখন হবে, কোথায় যাবে এই গণজোয়ার? এখন নেতা কর্মীরা আছে, জনগণ নাই। জনগণ ভালো আছে বিএনপির মন খারাপ।’
বিএনপির আন্দোলনের সমালোচনা করে কাদের বলেন, ‘হায়রে আন্দোলন! যত নেতা বাড়ে, তত জোট বাড়ে। বাড়তে বাড়তে ৫৪। জোয়ার যেটুকু ছিল, ঢেউ এসেছিল কিছু। সেই ঢেউ জোয়ার থেকে এখন ভাটায় নেমে গেছে। আন্দোলন, গণ-অভ্যুত্থান, সরকার পতন, জোট গঠন এসব ভুয়া। বিএনপি ভুয়া। তাদের কথা লোকে আর বিশ্বাস করে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের জলিল ভাইয়ের (আবদুল জলিল) ট্রাম্পকার্ড দেখেছিলাম। ৩০ এপ্রিল (২০০৪)। ফখরুল মনে করেছিলেন আমি একটা লাল কার্ড দেখাইয়া দি। আমাদের জলিল সাহেবের ট্রাম্পকার্ডের পরিণতি কী আমরাও জানি। তখন আপনাদের আমল। ট্রাম্পকার্ডের পরে লালকার্ড। ফলাফল শূন্য। ভুয়া। লালকার্ড, সরকারের পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। এরা ভুয়া নিয়েই আছে।’
দেশে একদলীয় বাকশাল শাসন চলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বাকশালটা কি ব্যাখ্যা করেন। বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়। বাকশাল হচ্ছে জাতীয় দল। সব দলকে নিয়ে, সব মতকে নিয়েই বাকশাল।’
ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘লজ্জা করে না? জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিল। প্রমাণ আছে। প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে বাকশালে যোগ দেয়, সে বাকশালকে আপনি একদলীয় বলছেন।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘কৃষক-শ্রমিক আন্দোলন করেছিল তাদেরকে আপনারা গুলি করে হত্যা করেছিলেন। কৃষক-শ্রমিককে বিএনপির পছন্দ নয়। কৃষক, শ্রমিকদের কোনো প্রতিষ্ঠান আপনাদের পছন্দ নয়। এই নাম শুনলেই আপনাদের অন্তঃ জ্বালা।’
বিএনপির গণ-অভ্যুত্থানের ডাকের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘এই ভূখণ্ডে গণ-অভ্যুত্থান একটিই হয়েছিল। সেটা উনসত্তর সালে। নব্বইয়ের আন্দোলনকে আমি বলব গণ-আন্দোলন। ওটাও গণ-অভ্যুত্থান ছিল না। এরশাদের শেকড় ছিল অত্যন্ত দুর্বল সেই জন্য গণ-আন্দোলনেই ভীত হয়ে পদত্যাগ করেছিল।’
সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ এখনো মাঠে নামে নাই, কেবল মহড়া দিচ্ছি মাত্র তাতেই বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির কি হবে? গণ-অভ্যুত্থান করতে মানুষ লাগে। কিন্তু বিএনপির সাথে কোনো জনসম্পৃক্ততা নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে বিএনপি আবারও ষড়যন্ত্র করছে কারণ তাঁরা জানে এ নির্বাচনে তাঁরা হেরে যাবে। জঙ্গিবাদ, খুন, অত্যাচারসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল বিএনপির তাই জনবিচ্ছিন্ন কাজের জন্যই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।
দেশের রাজনীতির মাঠে কেবল খেলার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খেলা পুরোদমে শুরু হলে বিএনপির গণজোয়ার হারিয়ে যাবে বলেও দাবি করেন তিনি। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে এসব কথা বলেন কাদের।
বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা তো এখনো শুরু করেনি। মাত্র সূচনা। খেলা যখন হবে, কোথায় যাবে এই গণজোয়ার? এখন নেতা কর্মীরা আছে, জনগণ নাই। জনগণ ভালো আছে বিএনপির মন খারাপ।’
বিএনপির আন্দোলনের সমালোচনা করে কাদের বলেন, ‘হায়রে আন্দোলন! যত নেতা বাড়ে, তত জোট বাড়ে। বাড়তে বাড়তে ৫৪। জোয়ার যেটুকু ছিল, ঢেউ এসেছিল কিছু। সেই ঢেউ জোয়ার থেকে এখন ভাটায় নেমে গেছে। আন্দোলন, গণ-অভ্যুত্থান, সরকার পতন, জোট গঠন এসব ভুয়া। বিএনপি ভুয়া। তাদের কথা লোকে আর বিশ্বাস করে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের জলিল ভাইয়ের (আবদুল জলিল) ট্রাম্পকার্ড দেখেছিলাম। ৩০ এপ্রিল (২০০৪)। ফখরুল মনে করেছিলেন আমি একটা লাল কার্ড দেখাইয়া দি। আমাদের জলিল সাহেবের ট্রাম্পকার্ডের পরিণতি কী আমরাও জানি। তখন আপনাদের আমল। ট্রাম্পকার্ডের পরে লালকার্ড। ফলাফল শূন্য। ভুয়া। লালকার্ড, সরকারের পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। এরা ভুয়া নিয়েই আছে।’
দেশে একদলীয় বাকশাল শাসন চলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বাকশালটা কি ব্যাখ্যা করেন। বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়। বাকশাল হচ্ছে জাতীয় দল। সব দলকে নিয়ে, সব মতকে নিয়েই বাকশাল।’
ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘লজ্জা করে না? জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিল। প্রমাণ আছে। প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে বাকশালে যোগ দেয়, সে বাকশালকে আপনি একদলীয় বলছেন।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘কৃষক-শ্রমিক আন্দোলন করেছিল তাদেরকে আপনারা গুলি করে হত্যা করেছিলেন। কৃষক-শ্রমিককে বিএনপির পছন্দ নয়। কৃষক, শ্রমিকদের কোনো প্রতিষ্ঠান আপনাদের পছন্দ নয়। এই নাম শুনলেই আপনাদের অন্তঃ জ্বালা।’
বিএনপির গণ-অভ্যুত্থানের ডাকের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘এই ভূখণ্ডে গণ-অভ্যুত্থান একটিই হয়েছিল। সেটা উনসত্তর সালে। নব্বইয়ের আন্দোলনকে আমি বলব গণ-আন্দোলন। ওটাও গণ-অভ্যুত্থান ছিল না। এরশাদের শেকড় ছিল অত্যন্ত দুর্বল সেই জন্য গণ-আন্দোলনেই ভীত হয়ে পদত্যাগ করেছিল।’
সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ এখনো মাঠে নামে নাই, কেবল মহড়া দিচ্ছি মাত্র তাতেই বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির কি হবে? গণ-অভ্যুত্থান করতে মানুষ লাগে। কিন্তু বিএনপির সাথে কোনো জনসম্পৃক্ততা নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে বিএনপি আবারও ষড়যন্ত্র করছে কারণ তাঁরা জানে এ নির্বাচনে তাঁরা হেরে যাবে। জঙ্গিবাদ, খুন, অত্যাচারসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল বিএনপির তাই জনবিচ্ছিন্ন কাজের জন্যই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
৬ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন
৭ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধ
৮ ঘণ্টা আগেসংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যাঁরা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
১১ ঘণ্টা আগে