নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এর আগে ইনুকে আদালত চত্বরে নেওয়া হলে কিছু লোক তাঁকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করে।
বিকেলে ইনুকে আদালতে হাজির করে নিউমার্কেট থানা-পুলিশ। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই মোরাদ খান। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ইনুর উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হয়। তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়।
ইনুকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনাসদস্য, বিজিবি সদস্য ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এ সময় বেশ কিছু আইনজীবীকে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। তাদেরকে ডিম ও জুতা নিক্ষেপ করতেও দেখা যায়।
গত সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। আজ নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেওয়া হয়। এ মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে গত ২৩ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেটের এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের গুলিতে নিহত আব্দুল ওয়াদুদ (৪৫) এর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় নিউমার্কেট থানায়।
গত বুধবার রাতে মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর রহমান।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রমুখ।
মামলায় অভিযোগ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আব্দুল ওয়াদুদ (৪৫) নিহত হন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইনু এই মামলার এজাহার নামীয় আসামি। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের তিনি একজন নির্দেশদদাতা। ঘটনার মূল রহস্য ও এই হত্যাকাণ্ডের পেছনে আরও কারা জড়িত এবং ইনুর নিজের কি ভূমিকা? এসব সম্পর্কে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ইনুর গায়ে ডিম ও জুতা নিক্ষেপ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেন উৎসুক আইনজীবীরা। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়ে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান। বিকেল ৫টা ১০ মিনিটে সিএমএম আদালতে এই ঘটনা ঘটে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া, তুলে নেবো আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে নেয়। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।
রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এর আগে ইনুকে আদালত চত্বরে নেওয়া হলে কিছু লোক তাঁকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করে।
বিকেলে ইনুকে আদালতে হাজির করে নিউমার্কেট থানা-পুলিশ। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই মোরাদ খান। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ইনুর উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হয়। তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়।
ইনুকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনাসদস্য, বিজিবি সদস্য ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এ সময় বেশ কিছু আইনজীবীকে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। তাদেরকে ডিম ও জুতা নিক্ষেপ করতেও দেখা যায়।
গত সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। আজ নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেওয়া হয়। এ মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে গত ২৩ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেটের এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের গুলিতে নিহত আব্দুল ওয়াদুদ (৪৫) এর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় নিউমার্কেট থানায়।
গত বুধবার রাতে মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর রহমান।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রমুখ।
মামলায় অভিযোগ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আব্দুল ওয়াদুদ (৪৫) নিহত হন।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইনু এই মামলার এজাহার নামীয় আসামি। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের তিনি একজন নির্দেশদদাতা। ঘটনার মূল রহস্য ও এই হত্যাকাণ্ডের পেছনে আরও কারা জড়িত এবং ইনুর নিজের কি ভূমিকা? এসব সম্পর্কে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ইনুর গায়ে ডিম ও জুতা নিক্ষেপ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেন উৎসুক আইনজীবীরা। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়ে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান। বিকেল ৫টা ১০ মিনিটে সিএমএম আদালতে এই ঘটনা ঘটে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া, তুলে নেবো আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে নেয়। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।
বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক কর্মসূচিতে এ দাবি জানিয়েছে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো এই রাজনীতি করা হয়, তাহল
৮ ঘণ্টা আগেক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
১৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১ দিন আগে