Ajker Patrika

মুক্তিযুদ্ধ মঞ্চকেই 'দুর্বৃত্ত' বললেন নুর  

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২: ২৩
মুক্তিযুদ্ধ মঞ্চকেই 'দুর্বৃত্ত' বললেন নুর  

'মুক্তিযুদ্ধ মঞ্চ তো ডাকসু ভবনে আমাদের ওপর হামলা করেছে। তারা তো কারাগারে থাকার কথা। তাদের দেওয়া মামলা তো গ্রহণ করার মতো না। তারা নিজেরাই দুর্বৃত্ত।' গণ অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের করা মামলার আবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেন নুরুল হক নুর। 

গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব নুরুল হক নুর ও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় আজ বিকেল ৪টায় মামলার আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের (একাংশ) সাধারণ সম্পাদক মো. আল মামুন। আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে পুলিশ।  

এর প্রতিক্রিয়ায় ডাকসুর সাবেক ভিপি ও সদ্যগঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, 'মুক্তিযুদ্ধ মঞ্চের মতো একটি সংগঠনের মামলার আবেদনে আমরা ভীত নই। আমরা আমাদের কাজ করে যাব। মুক্তিযুদ্ধ মঞ্চ তো ডাকসু ভবনে আমাদের ওপর হামলা করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে খায়। তারা তো কারাগারে থাকার কথা। তাদের দেওয়া মামলা তো গ্রহণ করার মতো না। তারা নিজেরাই দুর্বৃত্ত।'   

মুক্তিযুদ্ধ মঞ্চকে চাঁদাবাজ, ভুঁইফোড় সংগঠন এবং বাইরের একটি রাষ্ট্রের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‘আমরা নতুন ধারার রাজনৈতিক দল গঠন করেছি। আমরা নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাব। কে কী করল সে বিষয়ে আমরা মাথা ঘামাই না। মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের ব্যাপারে নাক গলাবে কেন?’ 

মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, 'এটা যেহেতু সাইবার ক্রাইমের বিষয় তাই আমরা কপিটি ওই বিভাগে পাঠিয়েছি। সার্বিক যাচাইবাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত জিডি হিসেবে গ্রহণ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত