নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আজ রোববার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে পৌঁছান তিনি। এর আগে গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন তিনি।
পারভেজ মল্লিককে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের সামনে তাঁরা স্লোগান দেন।
তবে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষের পরামর্শে শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন বিএনপি নেতা।
পারভেজ মল্লিককে স্বাগত জানাতে আসা তাঁর অনুসারী নেতা কর্মীদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান লিংকন, তানজিন হাসান, আবু সাঈদ প্রমুখ।
বাংলাদেশে আসার আগে যুক্তরাজ্য থেকে একটি ভিডিও বার্তায় মল্লিক জানিয়েছিলেন— পট পরিবর্তনের পর ২০১০ সালের ২৩ জুন তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে বাধ্য হয়েছিলেন। প্রবাসে থাকা অবস্থায় বাংলাদেশে তাঁর বাবা-মা সহ অনেক আত্মীয়স্বজনের মৃত্যু হলেও রাজনৈতিক কারণে তিনি দেশে আসতে পারেননি।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরপর দুই মেয়াদে ছাত্রদলের সভাপতি ছিলেন পারভেজ মল্লিক। পরে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আজ রোববার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে পৌঁছান তিনি। এর আগে গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন তিনি।
পারভেজ মল্লিককে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের সামনে তাঁরা স্লোগান দেন।
তবে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষের পরামর্শে শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন বিএনপি নেতা।
পারভেজ মল্লিককে স্বাগত জানাতে আসা তাঁর অনুসারী নেতা কর্মীদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান লিংকন, তানজিন হাসান, আবু সাঈদ প্রমুখ।
বাংলাদেশে আসার আগে যুক্তরাজ্য থেকে একটি ভিডিও বার্তায় মল্লিক জানিয়েছিলেন— পট পরিবর্তনের পর ২০১০ সালের ২৩ জুন তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে বাধ্য হয়েছিলেন। প্রবাসে থাকা অবস্থায় বাংলাদেশে তাঁর বাবা-মা সহ অনেক আত্মীয়স্বজনের মৃত্যু হলেও রাজনৈতিক কারণে তিনি দেশে আসতে পারেননি।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরপর দুই মেয়াদে ছাত্রদলের সভাপতি ছিলেন পারভেজ মল্লিক। পরে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেউ যেন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতর হাত না দেয়। দেশটিকে বিভক্ত করতে না পারে। সে জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।’
১২ ঘণ্টা আগেসমমনা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। শুরুতেই ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি বৈঠক করে।
২ দিন আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। গুঞ্জন রয়েছে, নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন। বিএনপির সূত্রগুলো বলেছে, প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ
২ দিন আগেবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে, তা প্রলম্বিত রোডম্যাপ। জনগণ তা প্রত্যাশা করেনি
২ দিন আগে