নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন তার সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেবে। তারা যদি না পারে, সেটা ভিন্ন কথা।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বৈঠকের আগে এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ফখরুল সাহেব বলেছেন, ইভিএম তো পরের ব্যাপার, আগে পদত্যাগ। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। তারপর নির্বাচন।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইভিএম পরের ব্যাপার কেন? আপত্তি কোথায়? পৃথিবীর বহু দেশে ইভিএমে নির্বাচন হচ্ছে। আপনারা কি নির্বাচনে কারচুপি করতে চান? কারচুপি, জালিয়াতি এড়ানোর জন্যই ইভিএমের ব্যবস্থা হচ্ছে। এ ছাড়া আধুনিক আর কোনো পদ্ধতি নেই নির্বাচনে কারচুপি-জালিয়াতি ঠেকানোর।’
কাদের বলেন, ‘এখানে আপত্তি কেন থাকবে? পদত্যাগ কেন করতে হবে? কী কারণে, আমরা কী অন্যায় করলাম? আমরা বলতে চাই জনগণের কথা। দেশের মানুষ ১৩ বছর বিএনপি ও তাদের জোটের হাঁকডাক শুনেছে। কিন্তু পানি ঘোলা করে অবশেষে তারা ডায়ালগেও এসেছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। নির্বাচনেও অংশ নিয়েছেন। এবারও সেই একই কথা নতুন করে বলছেন।’
সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনো দর-কষাকষি করে লাভ নেই জানিয়ে কাদের বলেন, ‘দর-কষাকষিতে সরকার সংবিধান থেকে নড়বে না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, ঠিক সেভাবেই সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘বিএনপি যেসব কথা বলছে, দর-কষাকষির জন্য বলছে। নির্বাচনের প্রস্তুতি নিন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো বিকল্প নেই। নির্বাচনে যদি জনগণ আপনাদের ভোট দেন, নির্বাচনে আমরা যদি হেরেও যাই, তার পরও নির্বাচন কমিশনের এই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সব সময়। জনগণকে আস্থায় নিয়ে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন আমরা করব। জনগণের ইচ্ছায় ক্ষমতার পরিবর্তন হবে। বিএনপিকে আমরা বলব, এদিক-সেদিক দর-কষাকষি না করে, নির্বাচনে আসুন।’
বিএনপির নির্বাচনে আসার বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা ভালো করেই জানেন, দলের অস্তিত্ব রক্ষায় তাঁদের আসতেই হবে। তাঁদের হাতে কোনো বিকল্প নেই।’
আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন তার সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেবে। তারা যদি না পারে, সেটা ভিন্ন কথা।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বৈঠকের আগে এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ফখরুল সাহেব বলেছেন, ইভিএম তো পরের ব্যাপার, আগে পদত্যাগ। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। তারপর নির্বাচন।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইভিএম পরের ব্যাপার কেন? আপত্তি কোথায়? পৃথিবীর বহু দেশে ইভিএমে নির্বাচন হচ্ছে। আপনারা কি নির্বাচনে কারচুপি করতে চান? কারচুপি, জালিয়াতি এড়ানোর জন্যই ইভিএমের ব্যবস্থা হচ্ছে। এ ছাড়া আধুনিক আর কোনো পদ্ধতি নেই নির্বাচনে কারচুপি-জালিয়াতি ঠেকানোর।’
কাদের বলেন, ‘এখানে আপত্তি কেন থাকবে? পদত্যাগ কেন করতে হবে? কী কারণে, আমরা কী অন্যায় করলাম? আমরা বলতে চাই জনগণের কথা। দেশের মানুষ ১৩ বছর বিএনপি ও তাদের জোটের হাঁকডাক শুনেছে। কিন্তু পানি ঘোলা করে অবশেষে তারা ডায়ালগেও এসেছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। নির্বাচনেও অংশ নিয়েছেন। এবারও সেই একই কথা নতুন করে বলছেন।’
সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনো দর-কষাকষি করে লাভ নেই জানিয়ে কাদের বলেন, ‘দর-কষাকষিতে সরকার সংবিধান থেকে নড়বে না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, ঠিক সেভাবেই সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘বিএনপি যেসব কথা বলছে, দর-কষাকষির জন্য বলছে। নির্বাচনের প্রস্তুতি নিন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো বিকল্প নেই। নির্বাচনে যদি জনগণ আপনাদের ভোট দেন, নির্বাচনে আমরা যদি হেরেও যাই, তার পরও নির্বাচন কমিশনের এই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সব সময়। জনগণকে আস্থায় নিয়ে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন আমরা করব। জনগণের ইচ্ছায় ক্ষমতার পরিবর্তন হবে। বিএনপিকে আমরা বলব, এদিক-সেদিক দর-কষাকষি না করে, নির্বাচনে আসুন।’
বিএনপির নির্বাচনে আসার বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা ভালো করেই জানেন, দলের অস্তিত্ব রক্ষায় তাঁদের আসতেই হবে। তাঁদের হাতে কোনো বিকল্প নেই।’
বাংলাদেশে নারী নেতৃত্ব তৈরিতে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন এখন আর কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, ইলেকটোরাল প্রক্রিয়ার মাধ্যমে নারীদের রাজনৈতিকভাবে এগিয়ে নেওয়ার পথ খুঁজতে হবে। আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক ন
৩ ঘণ্টা আগে১৪ জুলাইয়ের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছিল, যেখানে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। জাতীয় নাগরিক পার্টির নেতা সামান্তা শারমীন বলেন, এই আন্দোলন আওয়ামী লীগের ‘রাজাকার ন্যারেটিভ’ ভেঙে দিয়েছে এবং নারীদের নেতৃত্বকে সামনে এনেছে। গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা জাতির মধ্যে একতার প্রয়োজনীয়তা তৈরি
৩ ঘণ্টা আগে৫ আগস্টের বিপ্লবে আমাদের তরুণেরা তাদের বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো ধর্ষণ হচ্ছে? বাসে বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে
৫ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিচারহীনতার সংস্কৃতি উদ্বেগজনক। এভাবে উগ্র গোষ্ঠীর উসকানিতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
৬ ঘণ্টা আগে