৭১ ও সময় টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৭: ৩৬
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭: ৪৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’ ও ‘সময় টিভি’র টকশো বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের দলের (বিএনপি) যেসব নেতা টিভি টকশোতে যান, তাঁদের সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করে ৭১ টিভি ও সময় টিভির টকশোতে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁদের বলা হয়েছে, তাঁরা যেন ৭১ টিভি ও সময় টিভিতে আর না যান।’

শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ৯ আগস্ট (বুধবার) থেকে টেলিভিশন দুটির টকশোতে না যাওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ৭১ টিভি ও সময় টিভি সরকারকে খুশি করতে নগ্নভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে এক দফার চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটির টকশো অনুষ্ঠানও পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় করার জন্য সাজানো হয়। এ অবস্থায় তাদের টকশো বর্জন করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত